আরবী ভাষা শিখুন।

ভাষা আল্লাহ তায়ালার অশেষ দান । কোরাআনের সুরা আর-রহমানের মধ্যে আল্লাহ মানুষকে ভাষা শিক্ষার কথা বলেছেন। তাই মায়ের ভাষার সাথে সাথে আরবী ভাষাটা শিক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। অনেকের ইচ্ছা হয় রাসুলের প্রিয় ভাষা আরবী শিখতে । কারন আরবীর সাথে মুসলমানের হৃদয়ের টান। ভাষার সাথে ব্যাকারন জানতে হয়। কারন বলা হয় Grammar is the science of language. তাই আপনার আকাংখা পুরনে নিম্মের লিংক থেকে দুইটি আরবী ব্যাকারন ডাউনলোড করুন আর শিখুন আরবী ভাষা ।