মদীনা মুনাওয়ারা এর ফজিলত।

আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, আমরা তাঁর প্রশংসা করছি, তার কাছেই সাহায্য প্রার্থনা করছি, তার কাছেই ক্ষমা চাচ্ছি, আমাদের আত্মার সমূহ অনিষ্ট ও কর্মকান্ডের খারাপি হতে আল্লাহর কাছেই আশ্রয় নিচ্ছি, যাকে আল্লাহ হিদায়াত করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তাকে হিদায়াত দেয়ার কেউ নেইআমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই, তাঁর কোন শরীক নেই, আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা, রাসূল, অন্তরঙ্গ বন্ধু ও তাঁর সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিতাকে আল্লাহ কিয়ামতের আগে সুসংবাদদান কারী ও ভয়প্রদর্শনকারী রূপে, আল্লাহর দিকে তাঁর নির্দেশে আহ্বানকারী হিসাবে এবং প্রজ্জলিত আলোকবর্তিকা রূপে প্রেরণ করেছেনতিনি উম্মতকে যাবতীয় কল্যাণের পথনির্দেশ করেছেন, আর যাবতীয় অকল্যাণকর বস্তু থেকে সাবধান করেছেনহে আল্লাহ, আপনি তার উপর সালাত, সালাম ও বরকত দিন, অনুরূপভাবে তার বংশধর ও সাহাবী গণ সহ যারা কিয়ামত পর্যন্ত তার পথে চলবে, তার আদর্শের অনুসরণ করবে তাদের উপর

তার পরঃ মদীনা নগরী; রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনা, যার অপর নাম ত্বাইবাতুত্বাইবা তথা পবিত্র পূণ্যভূমি, ওহী নাযিল হওয়ার স্থান, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিব্রীল আল-আমীনের অবতরণ স্থান, ঈমানের আশ্রয়স্থল, মুহাজির ও আনসারদের মিলনকেন্দ্র, যারা ঈমান এনেছিল ও বসতি স্থাপন করেছিল তাদের জন্মভূমি, মুসলমানদের প্রথম রাজধানী, এখান থেকেই আল্লাহর পথে জিহাদের জন্য পতাকাসমূহ উত্তোলিত হয়েছিল, সত্যের পতাকাবাহী সেনানীগণ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য বের হয়ে পড়েছিলআর এখান থেকেই আলোর বিচ্ছুরণ ঘটেছিল, ফলে হিদায়াতের আলোয় আলোকিত হয়েছিল জমীনমুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের স্থান, এদিকেই তিনি হিজরত করেছিলেন, এখানেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন, এখানেই তার মৃত্যু হয়েছে, এখানেই তাকে কবর দেয়া হয়েছে, আবার এখান থেকেই (তাঁকে হাশরের জন্য) পূনরুত্থিত করা হবেআর তার কবরই প্রথম কবর যা তার বাসিন্দাকে (হাশরের জন্য) প্রথম বের করবেআর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর ব্যতীত অন্য কোন নবীর কবর কোথায় আছে সে সম্পর্কে অকাট্য কোন প্রমাণ নেই

এ বরকতময় মদীনা নগরীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং শ্রেষ্টত্ব প্রদান করেছেন, আর একে করেছেন মক্কা নগরীর পরে সবচেয়ে উত্তম স্থানমক্কা নগরী মদীনা নগরী থেকে শ্রেষ্ঠ এ কথার প্রমাণ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী- যখন তাকে কাফেরগণ মক্কা থেকে বের করে দিচ্ছিল আর তিনি মদীনার দিকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তখন তিনি মক্কা নগরীকে উদ্দেশ্য করে বললেনঃ

"وَاللهِ إنّكِ لَخَيْرُ أرْضِ اللهِ، وَأَحَبُّ أَرْضُ اللهِ إلى اللهِ، ولو لا أنِّي أُخْرِجْتُ منكِ مَا خَرَجْتُ"

আল্লাহর শপথ নিশ্চয়ই তুমি আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, আর আল্লাহর নিকট আল্লাহর সবচেয়ে প্রিয় ভূমি, যদি আমাকে তোমার থেকে বের করে না দেয়া হতো আমি বের হতাম নাএটা একটি সহীহ হাদীস যা ইমাম তিরমিযি এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন

অপরপক্ষে যে হাদীসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে সম্পর্কিত করা হয়ে থাকে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোআ করেছেন এবং বলেছেনঃ

"اللهُمَّ إِنَّكَ أَخْرَجْتَنِيْ مِنْ أَحَبِّ الْبِلاَدِ إليّ ـ يعني مكةَ ـ فَأَسْكِنِّيْ فِيْ أَحَبِّ البِلادِ إلَيْكَ ـ يعني المدينةَ ـ"

হে আল্লাহ! আপনি আমাকে আমার সবচেয়ে প্রিয় দেশ থেকে বের করেছেন অর্থা, মক্কা নগরী- সুতরাং আপনি আমাকে আপনার নিকট সবচেয়ে প্রিয় দেশের অধিবাসী করুন অর্থা, মদীনা নগরী-এ হাদীসটি বানোয়াটঅর্থের দিক থেকেও তা সঠিক নয়; কেননা তাতে এ কথা বুঝা যায় যে, আল্লাহর কাছে যা সর্বাধিক প্রিয় রাসূলের কাছে তা সর্বাধিক প্রিয় নয়, আর রাসূলের কাছে যা প্রিয় তা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় নয়অথচ জানা কথা যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা মহান আল্লাহর ভালোবাসার অনুগতআল্লাহর কাছে যা সবচেয়ে বেশী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছেও তা সবচেয়ে বেশী প্রিয়

এ বরকতময় মদীনা নগরীর ফযীলত, বসবাসের আদব কায়দা এবং যিয়ারত সম্পর্কে আলোচ্য বইটি লিখতে ইচ্ছা করছি, এতে এর কিছু ফযীলত , বসবাস ও যিয়ারতের কিছু আদব বা নিয়মনীতির উল্লেখ করব

রকমতময় মদীনা নগরীর কিছু ফযীলতঃ

আল্লাহ তাআলা মক্কা নগরীকে যে ভাবে হারাম তথা সম্মানিত ও নিরাপদ করেছেন$ এ মদীনা নগরীকেও তেমনিভাবে হারাম ও নিরাপদ করেছেননবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এসেছে তিনি বলেছেনঃ

"إِنَّ إِبْرَاهِيْمَ حَرَّم مَكَّةَ، وإنّيْ حَرَّمْتُ الْمَدِيْنَةَ"

নিশ্চয়ই ইবরাহীম মক্কাকে হারাম বলে ঘোষণা দিয়েছেন, অবশ্যই আমি মদীনাকে হারাম ঘোষণা করলামহাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন

ইব্রাহীম আলাইহিসসালাম এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে হারামের সম্পর্ক করা দ্বারা উদ্দেশ্য হলোঃ তারা এ দু নগরী হারাম তথা সম্মানিত করার কথা ঘোষণা করেছেন নতুবা এ হারাম করা আল্লাহ তাআলার পক্ষ থেকেই, তিনিই এ মদীনাকে হারাম করেছেন যেমনিভাবে মক্কাকে (এর পূর্বে) হারাম করেছিলেন

আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নগরীসমূহ থেকে কেবলমাত্র এ দুই নগরীকেই এ হারাম তথা সম্মানিত করার গুণে গুনান্বিত করেছেনমক্কা ও মদীনা ব্যতীত আর কোন কিছুকে অনুরূপ হারাম করার ঘোষণা গ্রহণযোগ্য দলীল দ্বারা প্রমাণিত হয়নিকোন কোন মানুষের মুখে মুখে যে প্রচার-প্রসার হয়ে পড়েছে যে, মাসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস তৃতীয় হারামাইন; এটা একটা বহুল প্রচলিত ভুল; কেননা হারামাইনের কোন তৃতীয় কিছু নেই, বরং বিশুদ্ধ কথা হলো এভাবে বলা যে, দুই মসজিদের পরে তৃতীয়টি, অর্থা, সম্মানিত ও মর্যাদাপূর্ণ দুই মসজিদের পরে তৃতীয়টি হলো এ মসজিদরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস থেকে এ তিনটি মসজিদের ফযীলত ও নামাযের জন্য এগুলোর দিকে সফর করার ব্যাপারে দলীল প্রমাণাদি এসেছেরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"لا تُشَدُّ الرِّحَالُ إلا إلى ثَلاثَةِ مَسَاجِدَ: اَلْمَسْجِدِ الْحَرَام، وَمَسْجِدِيْ هذا، وَالْمَسْجِدِ الأَقْصَى".

তিন মসজিদ ব্যতীত অন্য কোন স্থানের দিকে (ইবাদতের জন্য) সফর করা যাবেনা; মসজিদে হারাম, আমার এ মসজিদ, আর মাসজিদুল আকসা (বাইতুল মুকাদ্দাস)হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন

মক্কা ও মদীনার হারাম দ্বারা উদ্দেশ্য হলোঃ এ দু'য়ের যতটুকু সীমানা নির্ধারিত করা হয়েছে তার সবটুকুই হারামহারাম বলতে শুধু মসজিদে নববী বুঝার যে প্রবণতা মানুষের মাঝে প্রসার লাভ করেছে তা বহুল প্রচলিত ভুলের অর্ন্তভূক্ত; কেননা শুধু মসজিদে নববীই হারাম নয়, বরং মদীনার (দক্ষিন পূর্ব দিক অবস্থিত) আইরনামক পাহাড় হতে (দক্ষিন পশ্চিমে অবস্থিত) সাওরনামক পাহাড় পর্যন্ত, আর (মাঝখানে পূর্ব ও পশ্চিমে কোনাকোনি ভাবে) দুই হাররা বা কালো পাথর বিশিষ্ট এলাকার মধ্যবর্তী সবটুকু স্থান হারামের অন্তর্ভূক্তরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"اَلْمَدِيْنَةُ حَرَمٌ ما بَيْنَ عَيْرٍ إلى ثَوْرٍ"

মদীনা আইরহতে সাওরপর্যন্ত মধ্যবর্তী স্থানটুকু হারামহাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ

"إني حرمتُ ما بينَ لابَتَيِ المدينةِ أن يُقْطَعَ عِضاهُها، أو يُقْتَل صَيْدُها".

আমি মদীনার দুহাররা বা কালো পাথর বিশিষ্ট জমিনের মাঝখানের অংশটুকু হারাম তথা সম্মানিত ঘোষণা দিলাম, এর কোন গাছ কাটা যাবেনা, কোন শিকারী জন্তু হত্যা করা যাবেনাইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন

মদীনা নগরী বর্তমানে বি¯তৃতি লাভ করার কারনে এর অংশবিশেষ হারাম ঘোষিত এলাকার বাইরে চলে গেছে, তাই মদীনা নগরীর যত বিল্ডিং আছে সবই হারাম এলাকার ভিতরে আছে এমনটি বলা যাবেনা, বরং যতটুকু হারাম ঘোষিত এলাকার ভিতরে পড়বে ততটুকুই হারাম, আর যে অংশ হারাম ঘোষিত এলাকার বাইরে আছে তাকে মদীনা নগরীর অংশ বলা হবে, হারামের অংশ বলা হবে না

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মদীনার হারামের সীমা নির্ধারনে বিভিন্ন হাদীস এসেছে, কোন কোন হাদীসে বলা হয়েছে দুই কালো পাথর বিশিষ্ট এলাকার মাঝখানের অংশ হারাম, আবার কোথায়ও কোথায়ও বর্ণিত হয়েছে দু হাররার মাঝখানের অংশ হারাম, আবার কোন কোন বর্ণনায় এসেছে দুপাহাড়ের মাঝখানের অংশ হারাম, অন্য বর্ণনায় এসেছে আইরপাাহাড় থেকে সাওরপাহাড়ের মাঝখানের অংশ হারামএ শব্দগুলোর মধ্যে কোন বৈপরীত্ব নেই; কেননা যে কোন জিনিসের ছোট অংশ তার বড় অংশের অন্তর্গতসুতরাং দু কালো পাথর বিশিষ্ট অংশের মাঝখানের অংশ হারাম, দু র্হারার মাঝখানের অংশ হারাম, ‘আইরসাওরপর্বতদ্বয়ের মাঝখানের অংশ হারামএক্ষেত্রে যদি কোন অংশ হারামের ভিতরে পড়ল কিনা তাতে সন্দেহ এসে যায় তখন সবচেয়ে উত্তম পদ্ধতি হলোঃ এ কথা বলা যে, এটা সন্দেহযুক্ত ব্যাপার সমূহের একটি, আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্দেহযুক্তবিষয়ের ব্যাপারে যে নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন সেক্ষেত্রে তা মেনে চলা উচিত, আর তা হলো, এ ব্যাপারে চরম সাবধানতা অবলম্বন করাযেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহীহ বুখারী ও সহীহ মুসলিমে প্রখ্যাত সাহাবী নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহুর হাদীসে বলেছেনঃ

"فمنِ اتَّقى الشُّبهات فَقَدِ اسْتَبْرَأَ لِدِيْنِهِ وعِرضِه، وَمَنْ وقَعَ في الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ".

যে ব্যক্তি সন্দেহযুক্ত ব্যাপার সমুহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে সে নিজের দ্বীন ও সম্মানকে দোষমুক্ত করতে পেরেছে, আর যে ব্যক্তি সন্দেহযুক্ত ব্যাপার সমুহে নিপতিত হয়েছে সে হারামে পতিত হয়েছে

এ বরকতময় মদীনার অপর যে সমস্ত ফযীলত আছে, তম্মধ্যেঃ নবী$ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনার নাম রেখেছেন ত্বাইবাহবা পবিত্র, আরেক নাম ত্বাবাহবা পছন্দনীয়বরং সহীহ মুসলিমের হাদীসে প্রমাণিত যে, আল্লাহ তাআলা এর নাম রেখেছেন ত্বা-বা’, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"إن اللهَ سمََّى الْمَدِيْنَةَ طَابَةً"

নিশ্চয়ই আল্লাহ মদীনাকে ত্বা-বা নামে নামকরণ করেছেনত্বা-বা ও ত্বাইবাহ এ দুটো শব্দই আরবী তাইয়্যব শব্দ থেকে নির্গত, যার অর্থ ভালোবাউত্তমসুতরাং এ দুটি শব্দ উত্তম জায়গার জন্য ব্যবহার করা হয়েছে

এ মদীনার ফযীলতের মধ্যে আরো আছে যে, ঈমান এর দিকে ফিরে আসবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ$

"إنَّ الإِيْمَانَ لَيَأْرِزُ إلى المَدِيْنَةِ كما تَأْرِزُ الحيَّةُ إلى جُحْرِها"

নিশ্চয়ই ঈমান মদীনার দিকে ফিরে আসবে যেমনিভাবে সাপ তার গর্তে ফিরে আসেহাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন

হাদীসের অর্থ হলোঃ ঈমান মদীনা অভিমুখী হবে, এবং মদীনাতে অবশিষ্ট থাকবে, আর মুসলমানগণ মদীনার উদ্দেশ্যে বের হবে এবং মদীনামুখী হবে, তাদেরকে তাদের ঈমান ও এ বরকতময় যমীনের প্রতি ভালোবাসা-যাকে মহান আল্লাহ হারাম ঘোষণা করেছেন-এ কাজে প্রবৃত্ত করবে

এ মদীনার ফযীলতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম$ থেকে আরো এসেছে, তিনি এ নগরী সম্পর্কে বলেছেন, এটা এমন একটা জনপদ যা যাবতীয় জনপদকে গ্রাস করে ফেলবেরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

"أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ القُرى" يقولون لها : يَثْرِب، وهي المدينةُ"

আমাকে এমন জনপদের নির্দেশ দেয়া হয়েছে যা সমস্ত জনপদকে গ্রাস করে ফেলবেঅর্থা, তাকে এ জনপদের দিকে হিজরতের জন্য নির্দেশ দেয়া হয়েছে যা সমস্ত জনপদকে খেয়ে ফেলবে, “তারা তাকে ইয়াসরিব বলে ডাকে আসলে তা হলো মদীনাহাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন

এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাঃ সমস্ত জনপদ গ্রাস করে ফেলবেএর এ অর্থ করা হয়েছে যে, এ জনপদ সমস্ত জনপদের উপর জয়ী হবে, এবং সমস্ত জনপদের উপর এর বিজয় অবশ্যম্ভাবী হবেআবার এ অর্থও করা হয়েছে যে, এর দিকে আল্লাহর রাস্তায় জিহাদের কারণে প্রাপ্ত গনীমতের মালসমুহ নিয়ে আসা হবে, এবং এর দিকে স্থানান্তর করা হবেবস্তুত এ দুটি অর্থই শুদ্ধ; কেননা দুটি কাজই ঘটেছিল এবং অর্জিত হয়েছিলঅন্যান্য নগরীর উপর এ মদীনা নগরীর বিজয় এভাবে হয়েছিল যে, এখান থেকেই হিদায়াতের মশালবাহী সংস্কারকগণ, দিগ্বিজয়ী যোদ্ধাগণ বের হয়ে পড়েছিলেন এবং মানুষকে আল্লাহর নির্দেশে অন্ধকার থেকে আলোর দিকে বের করে এনেছিলেন, ফলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করেছে, দুনিয়ার বুকে যত কল্যাণ হয়েছে তার সবটুকুই এ মদীনা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদীনা থেকেই অর্জিত হয়েছেসুতরাং বুঝা গেল, “সমস্ত জনপদ গ্রাস করে ফেলবেএ কথা দ্বারা যাবতীয় নগরীর উপর এ নগরীর বিজয় সাধিত হওয়া বুঝানো হয়েছেইসলামের প্রাথমিক যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের প্রথম সারির সময়ে, অনুরূপভাবে খোলাফায়ে রাশেদীন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুমের খিলাফত কালে এ ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিলঅনুরূপভাবে যদি সমস্ত জনপদ খেয়ে ফেলবেদ্বারা গণীমতের মাল (যুদ্ধলব্ধ সম্পদ) অর্জিত হওয়া ও মদীনায় আনা উদ্দেশ্য হয় তবে তাও ইসলামের প্রাথমিক যুগে হাসিল হয়েছিল; কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুর্বাহ্নে সুসংবাদ জানিয়েছিলেন যে, রোম সম্রাট সীজার, আর পারস্য সম্রাট খসরূর যাবতীয় পুঞ্জিভুত সম্পদ আল্লাহর রাস্তায় মুসলমানগণ ব্যয় করবেআর সে ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল; এ সমস্ত সম্পদ এ বরকতময় মদীনায় নিয়ে আসা হয়েছিল, আর আমীরুল মুমেনীন উমর ফারূক রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহুর সময় তার হাতে তা বন্টন করা হয়েছিল

মদীনার ফযীলতের মধ্যে আরো আছে যে, এর মধ্যে অবস্থানের কারণে যে$ ব্যক্তি কষ্ট ও দৈন্যে পতিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ধৈর্য্য ধারণ করার প্রতি উসাহিত করেছেন, তিনি বলেনঃ

"المَدِيْنَةُ خَيْرٌ لَّهُمْ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ"

নিশ্চয়ই মদীনা তাদের জন্য উত্তম যদি তারা তা জানততিনি এ কথা ঐ সমস্ত লোকদের উদ্দেশ্যে বলেছিলেন যারা ভাল জীবিকা, প্রাচুর্য্য ও ধন-সম্পদের আশায় মদীনা ছেড়ে চলে যাবার চিন্তা-ভাবনা করছিলতখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ

"اَلْمَدِيْنَةُ خيرٌ لهم لو كانوا يَعْلَمُون، لا يَدَعُها أحدٌ رغبةً عنها إلا أبدَلَ الله فيها مَنْ هو خيرٌ منه، ولا يثبُتُ أحدٌ على لأْوائها وجَهْدِها إلا كنتُ لهُ شَفيعاً أو شهيداً يومَ القيامةِ"

মদীনা তাদের জন্য উত্তম যদি তারা তা জানত এ মদীনা থেকে বিমুখ হয়ে যদি কেউ অন্য কোন দিকে চলে যায় আল্লাহ মদীনাতে তার থেকে ভালো বিকল্প লোকের ব্যবস্থা করে দিবেন, আর যদি কেউ এর যাবতীয় বালা-মুসীবত ও কষ্টের উপর ধৈর্য ধারণ করে তার জন্য আমি কিয়ামতের দিনে সুপারিশকারী বা সাক্ষী হবইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন

এ হাদীস দ্বারা আমরা মদীনার বিশেষ ফযীলতের প্রমাণ পাই, যেমনিভাবে এ মদীনাতে যদি কেউ কষ্ট, বালা-মুসীবত, আর্থিক দৈন্যতা, বিপদাপদে পতিত হয়ে ধৈর্য ধারণ করে তবে তার কি ফযীলত তার বর্ণনা দেয়া হয়েছেসুতরাং বালা-মুসিবত, বা আর্থিক দৈন্যতার কারণে উন্নত জীবিকা, আর্থিক স্বচ্ছলতার জন্য যেন কেউ এ মদীনা নগরী ছেড়ে অন্য কোন দিকে যাওয়ার মনস্থ না করে, বরং সে মদীনাতে সামান্য যা পায় তার উপর ধৈর্য্য ধারণ করবে, এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তার জন্য মহা প্রতিদান, বিরাট সওয়াবের ওয়াদা করা হয়েছে

মদীনার ফযীলতের মধ্যে আরেকটি বিষয় বিশেষ গুরূত্বপূর্ণ, তাহলো এই যে, নবী$ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মদীনার বিশেষ মর্যাদা বর্ণনা করেছেন আর মদীনাকে হারাম ঘোষণার প্রাক্কালে এর মধ্যে কোন বিদআত বা অন্যায় ঘটনা ঘটানোর ভয়াবহতা সম্পর্কে সাবধান করেছেন, তিনি বলেছেনঃ

"المَدِينَةُ حرمٌ ما بينَ عَيْرٍ إلى ثَوْرٍ، مَنْ أَحْدَثَ فيها حدَثاً أو آوَى مُحدِثاً فعليهِ لعْنَةُ الله والملائكةِ والناسِ أجمعينَ، لا يقبلُ الله منهُ صَرْفاً ولا عدْلاً"

মদীনা ইরথেকে সাওরপর্যন্ত হারাম, যে ব্যক্তি মদীনায় কোন অন্যায় কাজ করে অথবা কোন অন্যায়কারীকে আশ্রয় প্রদান করবে তার উপর আল্লাহ, ফেরেশ্তাগণ এবং সমস্ত মানুষের লানত পড়বেতার কাছ থেকে আল্লাহ কোন ফরয ও নফল কিছুই কবুল করবেন নাহাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন

মদীনার ফযীলতের মধ্যে আরো আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য বরকতের দোআ করেছেন, তম্মধ্যে আছে তার বাণীঃ

اَللَّهمِّ بارِك لنا في ثَمَرِنا، وبارِكْ لنا في مَدِيْنَتِنَا، وبارِك لنا في صاعِنا، وبارِكْ لنا في مُدِّنا.

হে আল্লাহ! তুমি আমাদের ফল-ফলাদিতে বরকত দাওআমাদের এ মদীনায় বরকত দাওআমাদের ছাপরিমাণ বস্তুতেও বরকত দাও, আমাদের মুদ পরিমাণ জিনিসেও বরকত দাও

মদীনার ফযীলতের মধ্যে আরো আছে যে, এর মধ্যে মহামারী এবং দাজ্জাল প্রবেশ করতে পারবেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

"على أَنْقابِ المدينةِ ملائكةٌ، لا يَدْخُلُهَا الطَّاعُونُ ولا الدَّجَّالُ.

মদীনার প্রবেশ দ্বার সমূহে ফেরেশ্তা প্রহরী নিযুক্ত আছে, এতে মহামারী ও দাজ্জাল প্রবেশ করতে পারবেনাহাদীসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন

মদীনার ফযীলতের উপর অনেক হাদীস বর্ণিত হয়েছে, এখানে যা উল্লেখ করেছি তার সব কয়টিই সহীহ বুখারী ও সহীহ মুসলিম থেকে অথবা তার যে কোন একটি থেকে উল্লেখ করেছি

মদীনার ফযীলত বর্ণনায় সবচেয়ে ভালো কিতাবগুলোর মধ্যে শাইখ ডঃ সালেহ ইবনে হামেদ আর রিফায়ী কতৃক উপস্থাপিত কিতাবতিনি মদীনাস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য এ কিতাবটি লিখেছিলেন, যার শিরোনাম ছিলঃ

"الأحاديث الواردة في فضائل المدينة جمعاً ودراسةً"

মদীনার ফযীলত বর্ণনায় যে সমস্ত হাদীস বর্ণিত হয়েছে তার সংকলণ ও পর্যালোচনাআর তাই আমি ছাত্রদেরকে আলোচ্য বইটির প্রতি দৃষ্টিদান ও তার থেকে ফায়েদা হাসিলের উপদেশ দিচ্ছি

এ মদীনা যে বিশেষ বিশেষ বস্তু সম্বলিত, তম্মধ্যে রয়েছে মহান দুটি মসজিদ;রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদমসজিদে কুবা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদের ফযীলত বর্ণনায় অনেক হাদীস এসেছে, তম্মধ্যে আছে রাসূলের বাণীঃ

"لا تُشَدُّ الرِّحَالُ إلا إلى ثَلاثَةِ مَسَاجِدَ: اَلْمَسْجِدِ الْحَرَام، وَمَسْجِدِيْ هذا، وَالْمَسْجِدِ الأَقْصَى".

তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথায়ও (সওয়াব/ ইবাদতের আশায়) সফর করা জায়েয নেইঃ মাসজিদুল হারাম, আমার এ মসজিদ, আর মাসজিদুল আক্সাহাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন

সুতরাং নবীরা যে সমস্ত মসজিদ বানিয়েছে এবং যেগুলির দিকেই (সওয়াবের উদ্দেশ্যে) কেবলমাত্র সফর করা যায় এ মদীনাতে তার একটি বিদ্যমানএ মসজিদে সালাত আদায় করার যে ফযীলত রয়েছে সে সম্পর্কেও হাদীসে এসেছে যে, এক হাজার সালাতের চেয়েও উত্তমরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"صَلاَةٌ في مَسْجِدِيْ هذا أفْضَلُ مِنْ ألفِ صلاةٍ فيما سواه إلا المسجِدِ الْحَرَامِ".

আমার এ মসজিদে এক সালাত আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদে এক হাজার সালাত আদায় করার চেয়েও উত্তমহাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।সুতরাং এ এক বিরাট ফযীলত, আখেরাতের মাওসুমের একটি মাওসুম, যেখানে বহুগুণ বর্ধিত হারে লাভবান হওয়া যায়, দশগুণ বা শতগুণ হিসাবে নয় বরং এর সওয়াব হাজার গুণের বেশি

জানা কথা, দুনিয়ার ব্যবসায়ীরা যখন জানতে পারে যে, তাদের কোন কোন পণ্য নির্দিষ্ট কোন স্থানে, নির্দিষ্ট কোন সময়ে খুব ভালো চলবে, তখন তারা সে মওসুম ধরার জন্য যাবতীয় প্রস্তুতিসহ আগ থেকেই তৈরী হয়ে থাকে, যদিও সেখানে তাদের লাভের ভাগ আধাআধি বা দ্বিগুণ হয়ে থাকে, এ যদি হয় দুনিয়ার ব্যবসায় আমাদের অবস্থা তাহলে আমাদের কি রকম প্রস্তুতি থাকা দরকার যেখানে আখেরাতের লাভের ঘোষণা দেয়া হয়েছে, আর লাভের মাত্রা দশগুণ বা একশগুণ বা পাঁচশগুণ বা ছয়শগুণ নয় বরং হাজার গুণেরও বেশী!!

সজিদে নববীর সাথে সংশ্লিষ্ট কিছু ব্যাপারে দৃষ্টি আকর্ষণঃ

একঃ এ মসজিদে নামায পড়লে হাজার গুণের চেয়ে বর্ধিত হারে সওয়াব দেয়ার ব্যাপারটা শুধু ফরয নামাযের সাথে বিশেষিত নয়, যেমনিভাবে শুধু নাফল নামাযের সাথে সংশ্লিষ্ট নয়, বরং ফরয ও নাফল যাবতীয় নামাযের ক্ষেত্রেই তা প্রযোজ্য; কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ব্যাপারে শুধু নামাযবলে উম্মুক্ত ঘোষণা দিয়েছেনসুতরাং প্রত্যেক ফরয নামায এক হাজার ফরয নামাযের পরিমাণ, আর প্রত্যেক নাফল নামায এক হাজার নাফল নামাযের অনুরূপ

দুইঃ মসজিদের সালাত আদায়ে যে বহুগুণ বর্ধিত হারে সওয়াব পাওয়া যাবে বলা হয়েছে তা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে যতটুকু মসজিদের ভূমি নির্দিষ্ট ছিল ততটুকুর মধ্যে হতে হবে এমন নয় বরং যতটুকু ভূমি রাসূলের সময়ে মসজিদ হিসাবে গণ্য ছিল তা ছাড়াও যতবার তা বাড়ানো হয়েছে সমস্ত বর্ধিত অংশেই এ সওয়াব পাওয়া যাবেএর প্রমাণ আমরা পাই খলিফা উমর ও উসমান (রাদিয়াল্লাহু আনহুমা)র কর্মকান্ডে, তাদের সময়ে এই মসজিদ সামনের দিকে বাড়ানো হয়েছিল, আর জানা কথা যে, যে অংশ বর্ধিত করা হয়েছিল সে অংশে ইমাম সাহেব এবং প্রথম কাতারগুলো দাঁড়ায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ের মসজিদের বাইরের অংশযদি বর্ধিত অংশের হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ের মসজিদের হুকুম না হতো তা হলে এ দুজন সম্মানিত খলিফা কোনভাবেই মসজিদকে সামনের দিকে বাড়াতেন নাতদুপরি সাহাবাগণ তখন জীবিত ছিলেন, তাদের মধ্য থেকে কেউ তাদের এ বর্ধিত করণের বিরোধিতা করেননিএ সব কিছুই প্রমাণ বহন করে যে, সালাত বহুগুণ বর্ধিত হওয়া শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের মসজিদের অংশের সাথে বিশেষিত নয়

তিনঃ এ মসজিদে এমন এক টুকরো জমিন রয়েছে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান বলে বিশেষিত করেছেনতিনি বলেছেনঃ

"ما بينَ بَيْتِيْ ومِنْبَرِيْ رَوضَةٌ من رِيَاضِ الجَنَّةٍ"

আমার ঘরের এবং আমার মিম্বরের মাঝখানের অংশটুকু জান্নাতের উদ্যানসমুহের একটি উদ্যানইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক মসজিদের এ অংশকে অন্যান্য অংশ থেকে পৃথক গুণে গুণান্বিত করা দ্বারা এ অংশের আলাদা ফযীলত ও বিশেষ শ্রেষ্টত্বের উপর প্রমাণ বহন করছেআর সে শ্রেষ্টত্ব ও ফযীলত অর্জিত হবে কাউকে কষ্ট না দিয়ে সেখানে নফল নামায আদায় করা, আল্লাহর যিক্র করা, কুরআন পাঠ করা দ্বারাকিন্তু ফরয নামায প্রথম কাতারগুলোতে পড়া উত্তম; কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"خيرُ صُفُوفِ الرِّجالِ أوّلها وشرُّها آخرها"

পুরুষদের সবচেয়ে উত্তম কাতার হলো প্রথমটি, আর সবচেয়ে খারাপ কাতার হলো শেষটিইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেনরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরোও বলেনঃ

"لو يَعْلَمُ النّاسُ ما في النّداء والصَّفِّ الأولِ، ثُمَّ لَمْ يَجِدُوْا إلا أَن يَّسْْتَهِمُوا عليه لاسْتَهَمُوْا عَلَيْه".

যদি মানুষ আজান ও প্রথম কাতারের ফযীলত জানত, তারপর লটারী করা ব্যতীত তা পাওয়ার সম্ভাবণা না থাকত তাহলে তারা অবশ্যই তার জন্য লটারী করতইমাম বুখারী ও ইমাম মুসলিম এ হাদীসখানি বর্ণনা করেছেন

চারঃ যদি নামাযীদের দ্বারা মসজিদ পূর্ণ হয়ে যায় তাহলে যারা পরে আগমন করবে তারা ইমামের সামনের দিকে বাদ দিয়ে তিন দিক থেকে রাস্তায়ও ইমামের নামাযের সাথে নামায আদায় করতে পারবে, এবং জামাআতে নামায আদায়ের ফযীলত পাবেকিন্তু হাজার গুণ বর্ধিত হারে সওয়াব পাওয়ার অধিকারী কেবলমাত্র ঐ সমস্ত লোকেরাই হবে যাদের নামায মসজিদের সীমার মধ্যে ছিল; কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"صَلاةٌ في مَسْجِدِيْ هذا خَيْرٌ مِّن ألفِ صلاةٍ فيما سواه إلا الْمَسْجِدِ الحَرامِ".

আমার এ মসজিদে এক নামায মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদে এক হাজার নামাযের চেয়েও উত্তম”, যে ব্যক্তি আশে পাশের রাস্তায় নামায পড়ল সে মসজিদে নামায আদায়কারীর মধ্যে গণ্য হলো নাসুতরাং সে এ বহুগুণ সওয়াবের অধিকারী হবে না

পাঁচঃ মানুষের মধ্যে একটি ধারণা ব্যাপকভাবে প্রসার লাভ করেছে যে, যদি কেউ মদীনায় আসে তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে চল্লিশ ওয়াক্ত নামায আদায় করতে হবে, তাদের দলীল ইমাম আহমাদ এর মুসনাদে উল্লেখিত এক হাদীস, যা সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"مَنْ صلّى في مَسْجِدِيْ أَرْبَعينَ صَلاةً لا تفوتهُ صلاةٌ كُتبت له براءةٌ من النار ونجاةٌ من العذاب، وبَرِئَ من النِّفاقِ".

যে আমার এ মসজিদে চল্লিশ ওয়াক্ত নামায এমনভাবে পড়বে যে এর মাঝে কোন একটি নামাযও ছুটে যাবে না তার জন্য জাহান্নাম থেকে নিস্কৃতি, শাস্তি থেকে নাজাত এবং মুনাফেকী থেকে মুক্তি লিখা হবেএ হাদীসটি দুর্বল, এর দ্বারা প্রমাণ পেশ করা যায় না, এ ব্যাপারে শরীয়তের হুকুম প্রশস্ত, কেউ মদীনায় আসলেই তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে নির্দিষ্ট পরিমাণ নামায পড়া বাধ্যতামুলক নয়, বরং কোন প্রকার নির্ধারণ বা সুনির্দিষ্ট সংখ্যক নামাযের সাথে বিশেষিত করা ছাড়াই এ মসজিদে প্রত্যেক নামায এক হাজার নামাযের চেয়ে উত্তম

ছয়ঃ ইসলামী বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানগণ কবরের উপর মসজিদ তৈরী, বা মৃতদেরকে মসজিদে দাফনের মত গর্হিত কাজে লিপ্ত হয়ে পড়েছেতাদের কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদের মধ্যে তার কবর আছে বলে দলীল নিতে চেষ্টা করেতাদের এ ভ্রান্ত ধারণার জবাবে বলা হবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রথম মদীনায় আগমন করেন তখন এ মসজিদ বানিয়েছিলেন, তার এ মসজিদের পার্শ্বেই তিনি তার ঘর বানিয়েছিলেন যেখানে মুমিনদের মাতা নবীর স্ত্রীগণ থাকতেন, তম্মধ্যে ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, যে ঘরে রাসূলকে দাফন করা হয়েছেখোলাফায়ে রাশেদীনের পূর্ণ সময়, আমীরে মুয়াবীয়া রাদিয়াল্লাহু আনহুর সময়, এমনকি পরবর্তী আরো কয়েকজন খলিফার খিলাফত কালেও এ সমস্ত ঘর মসজিদের বাইরে ছিলবনী উমাইয়া খলিফাদের সময়ে মসজিদে নববীকে স¤প্রসারণ করা হয় এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর বিদ্যমান তাও মসজিদের গন্ডির ভিতর ঢুকানো হয়অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে (রহিত নয় এমন) বহু সুস্পষ্ট হাদীস বর্ণিত হয়েছে সেগুলো দ্বারা কবরকে মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে, তম্মধ্যে উল্লেখযোগ্য হলোঃ জুনদুব ইবনে আবদুল্লাহ আল বাজালী রাদিয়াল্লাহু আনহুর হাদীস, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তার মৃত্যুর পাঁচ রাত্রি পূর্বে বলতে শুনেছিঃ

"إِنّي أبرأُ إلى اللهِ أن يكون لِيْ منكُم خليلٌ، فإن الله اتخذني خليلاً كما اتخذ إبراهيمَ خَليْلاً، ولو كنتُ متخذاً من أمَّتِيْ خَلِيْلاً لاتَّخذْتُ أبا بكرٍ خليلاً، ألا وإنَّ من كان قبلكم كانوا يتخذون قبورَ أنبيائهم وصالحيهم مساجدَ، ألا فلا تتخذوا القبورَ مساجدَ فإنّي أنهاكُمْ عَنْ ذلكَ"

আমি তোমাদের কারও অন্তরঙ্গ বন্ধু (খলীল) হওয়া থেকে আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি; কেননা আল্লাহ আমাকে খলীল বা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন যেমনিভাবে ইব্রাহীমকে খলীল হিসাবে গ্রহণ করেছেনআর যদি আমি আমার উম্মতের কাউকে খলীল হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই খলীল হিসাবে গ্রহণ করতামসাবধান! নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীদের এবং লোকদের কবরকে মসজিদ বানিয়ে নিত, সাবধান! তোমরা কবরসমুহকে মসজিদ বানিওনা কেননা আমি তোমাদেরকে তা থেকে নিষেধ করছিইমাম মুসলিম হাদীসখানি তার সহীহ্ গ্রন্থে বর্ণনা করেছেন

বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর সন্ধিক্ষণেও কবরকে মসজিদ বানাতে নিষেধ করেছিলেনযেমন সহীহ বুখারী ও মুসলিমে আয়েশা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে তারা বলেছেনঃ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মৃত্যু উপনিত হচ্ছিল, তিনি তাঁর মুখের উপর একখানি চাদর ফেলছিলেন, তারপর যখন হুশ হলো তখন মুখ থেকে তা সরিয়ে ফেললেন এবং বললেনঃ -অথচ তিনি সেই মারাত্মক অবস্থায় ছিলেন-

"لَعْنَةُ اللهِ على الْيَهودِ والنصارَى اتَّخَذُوا قُبُوْرَ أَنْبِيائِهِمْ مَسَاجِدَ"

ইয়াহুদ ও নাসারাদের উপর আল্লাহর অভিসম্পাত, তারা তাদের নবীদের কবরসমুহকে মসজিদে রূপান্তরিত করেছেতারা যা করেছে তা থেকে সাবধান করাই ছিল নবীর উদ্দেশ্য

আয়েশা, ইবনে আব্বাস এবং জুনদুব রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত হাদীসগুলো এমনই অকাট্য যে সেগুলো কোন অবস্থাতেই রহিত হওয়া সম্ভব নয়; কেননা জুনদুব রাদিয়াল্লাহু আনহুর হাদীসখানি ছিল রাসূলের শেষ দিনগুলোর, আর আয়েশা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীস ছিল মৃত্যুর শেষ সন্ধিক্ষণেসুতরাং ব্যক্তি বা দলগোষ্ঠী কোন মুসলমানের জন্যই এটা বৈধ নয় যে, রাসূল থেকে অকাট্যভাবে সহীহ হাদীস দ্বারা প্রমাণিত বিষয় ত্যাগ করে বনী উমাইয়াদের যুগে যা ঘটেছিল সেটার অনুসরণ করবে, কেননা বনী উমাইয়াদের যুগেই কবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদের অন্তর্ভূক্ত করা হয়েছিল, সুতরাং এর দ্বারা প্রমাণ নেয়া সিদ্ধ নয় যে, কবরের উপর মসজিদ বানানো, বা মসজিদের মধ্যে মৃতব্যক্তিদের দাফন করা যাবে

মসজিদে কুবাঃ

যা এ মদীনা নগরীর সে দুমসজিদের অন্তর্গত যে মসজিদ দুটির ফযীলত ও উচ্চ মর্যাদা রয়েছেমুলতঃ ইসলামের প্রথম দিন থেকেই এ দুটি মসজিদ তাকওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিতরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কথা ও কাজের মাধ্যমে এ মসজিদের মধ্যে নামায পড়ার ফযীলত প্রমাণিত হয়েছেরাসূলের কাজঃ আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সপ্তাহে মসজিদে কুবায় পায়ে হেটে এবং বাহনে চড়ে আসতেন তারপর সেখানে দুরাকাত নামায পড়তেনহাদীসখানি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন

রাসূলের কথাঃ সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"مَنْ تَطهَّرَ في بَيْتِِه ثمَّ أتَى مسْجِدَ قباءَ فصلّى فيه صلاةً كان له أَجْرُ عُمْرَةٍ"

যে ব্যক্তি তার নিজ ঘরে পবিত্রতা অর্জন করবে তারপর মসজিদে কুবাতে আসার পরে সেখানে কোন নামায পড়বে সেটা তার জন্য একটি উম্রার সওয়াব হিসাবে গণ্য হবেহাদীসটি ইমাম ইবনে মাজাহ ও অন্যান্যরা বর্ণনা করেছেন

এখানে রাসূলের কথা সেখানে কোন নামায পড়বেএর দ্বারা ফরয ও নফল যাবতীয় নামাযই শামিল করে

এ দুমসজিদ ব্যতীত মদীনার অপরাপর কোন মসজিদে নামায পড়ার ফযীলত হাদীস শরীফে বর্ণিত হয়নি

মদীনায় বসবাসের আদবসমুহঃ

যাকে আল্লাহ তাআলা এ মুবারক মদীনা, ত্বাইবাতুত্তাইবায় বসবাস করার তাওফীক দিয়েছেন তার এটা উপলব্ধি করা ওয়াজিব যে, সে বিরাট এক নেআমতের অধিকারী হয়েছে, বিরাট ইহসান তার উপর রয়েছে, ফলে সে এ নেআমতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর এ দয়া ও রহমাতের কারণে তাঁর প্রতি কৃতজ্ঞ হবেসে যেন এটা উপলব্ধি করে যে, জগতের অধিবাসীদের অনেকেই সামান্য সময়ের জন্য হলেও মক্কা ও মদীনা আসার ও অবস্থান করার ইচ্ছা পোষন করেআবার তাদের মধ্যে এমনও আছে যে, বছরের পর বছর ধরে সামান্য কিছু টাকা অল্প অল্প করে জমাতে থাকে যাতে তাদের এ আশা পূর্ণ হয়

আমার মনে পড়ে ভারতবর্ষীয় একজন আলেম আমাকে বলেছিলেনঃ পূর্বকালে ভারতবর্ষীয় হাজী সাহেবগণ পাল তোলা পানি জাহাজে চড়ে আসতেন, মক্কা ও মদীনা আসার আগে তারা অনেক লম্বা সময় ধরে সাগর বক্ষে অবস্থান করতেন, তাদের মধ্যে একদল লোক পানি জাহাজে ছিল, মক্কা ও মদীনার শুষ্ক ভুমি তাদের নজরে পড়ার সাথে সাথে তারা আল্লাহর শুকরিয়ায় জাহাজের উপরে সিজদায় পড়ে গিয়েছিলএ মদীনায় বসবাসের কিছু আদাব রয়েছে, যেমনঃ

প্রথমতঃ মুসলিম যেন এ মদীনাকে তার ফযীলত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালবাসার কারণে ভালবাসে

ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন সফর থেকে আসতেন আর মদীনার ঘর বাড়ী তার নজরে পড়ত তখন তিনি বাহনের গতি বাড়িয়ে দিতেন, আর যদি তিনি সওয়ারীর পিঠে থাকতেন তাকে তাড়াতাড়ি চালাতেন মদীনার মহব্বতের কারণেদ্বিতীয়তঃ মুসলিম যেন এ মদীনাতে আল্লাহর দ্বীনের উপর অটুট থাকার ব্যাপারে যতœবান হয়, আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের আনুগত্যে পূর্ণভাবে নিয়োজিত থাকেকোন প্রকার বিদআত বা গুনাহের কাজ থেকে সদা সতর্ক থাকে; কেননা এ মদীনাতে নেক কাজ করা যেমনিভাবে বিরাট মর্যাদাপূর্ণ তেমনিভাবে এখানে বিদআত ও গুনাহের কাজে লিপ্ত হওয়াও ভয়াবহ পরিণতির কারণ; কেননা যে ব্যক্তি হারাম এলাকায় আল্লাহর নাফরমানি করে সে হারাম এলাকার বাইরে নাফরমানি করার চেয়ে বেশী বড় ও কঠোর গুনাহগারআর হারাম এলাকায় গুনাহ পরিমাণের দিক থেকে বর্ধিত না হলেও, মারাত্মক পরিণতি ও ভয়াবহতার দিক থেকে বর্ধিত হয়তৃতীয়তঃ মুসলিম যেন এ মদীনাতে অবস্থানকালে পরকালীন লাভের বিষয়ে বেশী যতœবান হয়, যেখানে বহুগুন বর্ধিত হারে সে লাভ অর্জন করতে পারে, আর সেটা সম্ভব এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে সাধ্যমত বেশী বেশী করে নামায আদায় করার মাধ্যমে; কেননা এতে করে সে বিরাট সওয়াবের অধিকারী হতে পারেইমাম বুখারী ও মুসলিম বর্ণিত হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃআমার এ মসজিদে এক নামায, মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদে এক হাজার নামাযের চেয়েও উত্তম

চতুর্থতঃ মুসলিম যেন এ মুবারক মদীনাতে কল্যাণ ও ভাল কাজের জন্য অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়; কেননা সে এমন এক নগরীতে বসবাস করছে যেখান থেকে আলো দিগি¦দিকে ছড়িয়ে পড়েছিল, আর এখান থেকেই হিদায়াতের মশালবাহী সংস্কারকগণ জগতের চারিদিকে বের হয়েছিলসুতরাং যারা এ মদীনার যিয়ারতে আসবে তারা এখানকার অধিবাসীদেরকে অনুসরণীয় চরিত্র, ভাল গুণে গুণান্বিত, মহান চরিত্রের অধিকারী হিসাবে দেখতে পাবেএর ফলশ্রতিতে তারা এখানে যা কিছু ভালো দেখতে পেয়েছে, আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্যের মধ্যে যতটুকু যতœবান দেখতে পেয়েছে ততটুকু দ্বারা প্রভাবিত হয়ে তাদের দেশে ফিরে যাবেঅপরদিকে যেমনিভাবে এ মদীনার যিয়ারতকারী ভালো অনুসরনীয় বিষয় দ্বারা প্রভাবিত হয়ে অনেক ভাল ও উন্নত ফায়েদা নিতে পারে তেমনিভাবে এর বিপরীতটাও হতে পারে যখন সে এ মদীনাতে এর বিপরীত কিছু দেখতে পাবে, তখন সে এ মদীনা দ্বারা উপকৃত ও প্রশংসাকারী হওয়ার পরিবর্তে ক্ষতিগ্রস্ত ও দুর্নামকারীতে রূপান্তরিত হবে

পঞ্চমতঃ মুসলিম যেন স্মরণ করে যে সে মদীনায় অবস্থান করছে, সে এমন এক পূণ্য ভুমিতে অবতরণ করেছে যা ওহী অবতরণস্থল, ঈমানের ফিরে আসার স্থান, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবাসস্থল, আর তার সাহাবী মুহাজির ও আনসারগণ এখানে চলাফেরা করেছিল, এ ভূমিতেই তারা সততা, নিষ্ঠা, হক্ব ও হিদায়াতের সাথে জীবন ধারন করেছিলসুতরাং এখানে এমন যাবতীয় কাজ থেকে সাবধান থাকা উচিত যা তাদের জীবন চরিতের বিপরীত হবেযেমন কেউ এখানে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে এমন কোন কর্মকান্ড করে বসল, ফলে সেটা তার জন্য দুনিয়া ও আখেরাতে ক্ষতি ও মারাত্মক পরিণতির কারণ হয়ে যাবেষষ্টতঃ যাকে আল্লাহ তাআলা এ মদীনাতে বসবাস করার তাওফীক দিয়েছেন সে যেন এখানে কোন প্রকার অন্যায় করা বা অন্যায়কারীকে আশ্রয়-প্রশ্রয় দেয়া থেকে সাবধান থাকে; কারণ এটা করলে তাকে লানতের সম্মুখীন হতে হবে; কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে তিনি বলেছেনঃ

"اَلْمَدِيْنَةُ حَرَمٌ، فَمَنْ أَحْدَثَ فيها حَدَثاً أو آوى مُحْدِثاً فَعَلَيْهِ لَعْنَةٌ اللهِ والملائكةِ والناسِ أجمعين، لا يُقْبَلُ منه يوم القيامة عَدْلٌ ولا صرفٌ".

মদীনা হারাম, সুতরাং যে কেহ এতে খারাপ ঘটনা করবে বা খারাপ ঘটনাকারীকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ, ফেরেশ্তা এবং সমস্ত মানুষের লানত পড়বে, কিয়ামতের দিন তার থেকে কোন ফরয বা নফল কিছুই গ্রহণ করা হবে নাহাদীসটি ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, আর এটা সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে

সপ্তমতঃ মদীনায় যেন কোন গাছ কাটা বা শিকারী জন্তু শিকার করার মত গর্হিত কাজ না করে; কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এ বিষয়ে বিভিন্ন হাদীস এসেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"إنَّ إبْراهِيْمَ حَرَّمَ مَكَّةَ وإنِّيْ حرَّمتُ الْمَدينةَ ما بين لاَبَتَيْهَا، لا يُقطع عِضَاهُهَا، ولا يُصادُ صَيْدُها".

নিশ্চয়ই ইবরাহীম মাক্কাকে হারাম করেছেন আর আমি মদীনাকে এর দু কালো পাথর বিশিষ্ট ভূমির মাঝখানকে হারাম করলাম, এর গাছ কাটা যাবেনা, আর এর শিকারী জন্তুও শিকার করা যাবেনাইমাম মুসলিম এ হাদীসটি সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন

ইমাম মুসলিম সাহাবী সাদ ইবনে আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"إني أُحرِّمُ ما بين لاَبتَيِ المَدينة أن يُقطَعَ عِضَاهُها، أو يُقْتَلَ صَيْدُها".

আমি মদীনার দুকালো পাথর বিশিষ্ট ভূমির মাঝখানটুকুতে গাছ কাটা অথবা শিকারী জন্তু হত্যা করা থেকে হারাম ঘোষণা করছি

সহীহ বুখারী ও মুসলিমে আসিম ইবনে সুলাইমান আল আহওয়াল থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মদীনাকে হারাম ঘোষণা করেছেন? তিনি বললেন; হাঁ, ওখান থেকে ওখান পর্যন্ত, এর গাছ কাটা যাবেনা, যে ব্যক্তি এর মধ্যে কোন অঘটন ঘটায় তার উপর আল্লাহ, ফেরেশ্তা এবং সমস্ত মানুষের লানত পড়বে

সহীহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলতেনঃ আমি যদি মদীনাতে হরিণ চরতে দেখতাম তাহলেও তাকে ভয় দেখাতাম না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"مَا بَيْنَ لاَبَتَيْهَا حَرَامٌ"

এর দুকালো পাথর বিশিষ্ট ভুমির মাঝখানটুকু হারাম

এখানে ঐ গাছ কাটাই হারাম ঘোষণা করা হয়েছে যেগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে উপন্ন হয়ে থাকে, কিন্তু যে সমস্ত গাছ মানুষ নিজেরা রোপন করেছে সেগুলো তাদের জন্য কাটা জায়েয

অষ্টমতঃ মুসলিম যেন মদীনায় তার উপর জীবনধারনের কষ্ট, বালা-মুসীবত ও বিপদাপদে ধৈর্য ধারণ করে; কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"لا يَصِبِْرُ عَلَى لأْوَاءِ الْمَدِيْنَةِ وشِدَّّتِها أَحَدٌ مِّن أمّتي، إلا كُنْتُ لَهُ شَفِيْعاً يَوْمَ الْقِيَامِة أَوْ شَهِيْداً".

আমার উম্মতের মধ্য হতে যে কেউই মদীনার কষ্ট, বালা-মুসীবতে ধৈর্য ধারণ করবে আমি তার জন্য সুপারিশকারী অথবা সাক্ষ্যদাতা হবোহাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন

সহীহ মুসলিমে আরও এসেছে যে, মাহরীর দাস আবু সাঈদ নামীয় এক ব্যক্তি মদীনা লুটতরাজের যে ঘটনা ঘটেছিল সে রাতগুলোতে সাহাবী আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে মদীনাকে পরিত্যাগ করে চলে যাওয়ার ব্যাপারে পরামর্শ চাইলো, এবং মদীনায় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও তার পরিবারের সদস্য সংখ্যা বেশী হওয়ার সমস্যার কথা তার কাছে অভিযোগ আকারে পেশ করলো, সে আরো জানাল যে, মদীনার কষ্ট, বিপদ ও সমস্যায় তার পক্ষে ধৈর্যধারণ করা সম্ভব নয়তখন আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তোমার জন্য আফসোস! তোমাকে আমি সে আদেশ করতে পারিনা, কারণ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছিঃ

"لا يَصْبِرُ أَحَدٌ على لَأْوَائِهَا فَيَمُوْتُ إلا كُنْتُ لَهُ شَفِيْعاً يوم الْقِيَامةِ، إذا كَانَ مُسْلِماً".

যে ব্যক্তি মদীনার কষ্টে ধৈর্য ধারণ করে তথায় মৃত্যু বরণ করবে কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব, যদি সে মুসলমান হয়

নবমতঃ এ মদীনার অধিবাসীদের কষ্ট দেয়া থেকে সাবধান থাকা; কেননা মুসলমানদের কষ্ট দেয়া প্রত্যেক স্থানেই হারাম, আর পবিত্র স্থানে আরো বেশী মারাত্মক ও জঘন্য কাজ, ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে সাহাবী সাদ ইবনে আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছিঃ

"لا يَكِيْدُ أَهْلَ المدينةِ أحدٌ إلا انْمَاعَ كما يَنْمَاعُ الْمِلْحُ في الْمَاءِ"

মদীনাবাসীদের সাথে যে কেউ কোন ষড়যন্ত্র করবে সে লবণ যেভাবে পানিতে মিশে যায়, সেভাবে মিশে যাবে

ইমাম মুসলিমও তার সহীহ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"مَنْ أَرَادَ أَهْلَ هذهِ الْبَلْدَةَ بِسُوْءٍ ـ يعني المدينةَ ـ أَذَابَهُ اللهُ كَمَا يَذُوْبُ الْمِلْحُ في الْمَاءِ".

যে ব্যক্তি এ নগরীর অধিবাসীদের অর্থাঃ মদীনাবাসীদের কোন ক্ষতি করতে ইচ্ছা করবে আল্লাহ তাকে লবণ যেভাবে পানিতে গলে যায় তেমনিভাবে মিশিয়ে দিবেন

দশমতঃ মদীনার কোন অধিবাসী যেন মদীনাবাসী হওয়ার কারণে অহমিকাগ্রস্ত না হয়, যেমন বলে বসল যে, আমি মদীনাবাসী, আমি নেককার; কেননা যদি সকাজ না করে, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের উপর অটুট না থাকে, গুনাহ ও পাপাচার থেকে দুরে না থাকে তবে শুধুমাত্র মদীনার অধিবাসী হলে কোন উপকার হবেনা, বরং তা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে

ইমাম মালেক কতৃক প্রণিত মুয়াত্তায় সাহাবী সালমান আল-ফারেসী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেছেনঃ নিশ্চয়ই ভূমি কাউকে পবিত্র করে না বরং মানুষকে তার আমল বা কর্মই পবিত্র করেএ হাদীসের বর্ণনা পরম্পরার মধ্যে ছেদ থাকলেও তার অর্থ বিশুদ্ধ, আর তা বাস্তবতার অনুকুল, আল্লাহ তাআলাও তা বলেছেনঃ

﴿إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ ﴾ (الحجرات: ১৩)

নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত হলো যে সবচেয়ে বেশী তাক্ওয়ার অধিকারী” [সূরা আল হুজরাতঃ ১৩]

আর জানা কথা যে, যুগে যুগে মদীনায় ভাল লোকের সমাহার যেমন ঘটেছিল তেমনিভাবে খারাপ লোকেরও অস্তিত্ব ছিলভাল লোকদেরকে তাদের কর্মকান্ড উপকার দিবে, কিন্তু মন্দ লোকদেরকে মদীনা পবিত্র করবে না, তাদের অবস্থার উন্নতিও সাধিত হবে নাব্যাপারটা বংশের মত, যেমনিভাবে কোন লোক স কাজ ব্যতিরেকে শুধুমাত্র সদ্বংশীয় হলেই তা তার জন্য কোন উপকারে আসবেনা; যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"مَنْ بَطّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِه نَسَبُهُ"

আর যাকে তার আমল পিছিয়ে রেখেছে তাকে তার বংশ এগিয়ে দিবে নাহাদীসটি ইমাম মুসলিম তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেনসুতরাং যাকে তার আমল জান্নাতে প্রবেশ করতে পিছপা করবে তাকে তার বংশীয় পরিচয় জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে না

এগারতমঃ মুসলিম যেন এটা উপলব্ধি করে যে, সে এ মদীনাতে আছে যে শহর থেকেই আলো বিচ্ছুরিত হয়েছিল, আর যাবতীয় উপকারী জ্ঞান এখান থেকেই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল, সুতরাং সে যেন এখানে শরীয়তের জ্ঞান অর্জনে তপর থাকে, যাতে করে সে এর দ্বারা নিজে আল্লাহর দিকে জেনে বুঝে চলতে পারে, আর অপরকে দাওয়াত দেবার ক্ষেত্রেও বুঝে-সুঝে দিতে পারেবিশেষ করে যদি সে ইলমের অন্বেষণ বা জ্ঞান অর্জন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ মসজিদে; কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীসে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেনঃ

"مَنْ دَخَلَ مَسْجِدَنَا هذا يَتَعَلَّمُ خَيْراً أَوْ يُعَلِّمُهُ كان كَالْمُجَاهِدِ في سَبِيْلِ اللهِ، وَمَنْ دَخَلَهُ لِغَيْرِ ذلك كان كالنَّاظِرِ إِلَى ما لَيْسَ لَهُ".

যে ব্যক্তি আমার মসজিদে শুধু এ জন্যেই আসে যে, সে কোন কল্যাণের দীক্ষা নেবে কিংবা অন্যদের শিক্ষা দেবে, সে আল্লাহর পথে জিহাদকারীর সমতুল্যআর যে ব্যক্তি এর বাইরে অন্য কোন উদ্দেশ্য নিয়ে প্রবেশ করবে তাহলে সে যেন ঐ ব্যক্তির ন্যায় যে অপরের জিনিসের দিকে তাকিয়ে থাকেহাদীসটি ইমাম আহমাদ ও ইবনে মাজাহ সহ অনেকেই বর্ণনা করেছেন, এ হাদীসের সমর্থনে ইমাম ত্বাবরাণী তার হাদীস গ্রন্থে সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদীস বর্ণনা করেছেন

মদীনা যিয়ারতের আদবসমূহঃ

যেমনিভাবে মদীনা বসবাসের কিছু আদাব রয়েছে, তেমনিভাবে মদীনার যিয়ারতেরও কিছু আদাব বা নিয়মনীতি রয়েছেমদীনার যিয়ারতকারী মদীনার বসবাসকারী যে সমস্ত আদব কায়দার খেয়াল রাখতে হয় সেগুলোও খেয়াল রাখতে হবে, যার অনেকগুলো ইতিপূর্বে বর্ণিত হয়েছেযিয়ারতকারীর জন্য অবশ্য জরুরী যে, সে মদীনা সফরের ইচ্ছা করলে তার সফরের উদ্দেশ্য যেন হয় মসজিদে নববীর যিয়ারত, এ উদ্দেশ্যেই হবে তার সফর; কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"لا تُشَدُّ الرِّحَالُ إلا إلى ثَلاثَةِ مَسَاجِدَ: اَلْمَسْجِدِ الْحَرَام، وَمَسْجِدِيْ هذا، وَالْمَسْجِدِ الأَقْصَى".

তিনটি মসজিদ ব্যতীত (ইবাদাত বা সওয়াবের আশায়) অন্য কোন স্থানের উদ্দেশ্যে সফর করা যাবে নাঃ মাসজিদুল হারাম, আমার এ মসজিদ আর মাসজিদুল আক্সাহাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন

এ হাদীস দ্বারা কোন স্থানের - চাই তা মসজিদ হোক বা অন্য কোন জায়গা হোক তার উদ্দেশ্যে- সেখানে গিয়ে আল্লাহর নৈকট্য লাভ হবে এ রকম ধারণা করে সফর করা জায়েয নেই; কারণ ইমাম নাসায়ী (রাহমাতুল্লাহি আলাইহি) তার সুনান গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করেছেন, তিনি বলেছেনঃ আমি বাস্রাহ ইবনে আবি বাস্রাহ আল গিফারী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষা করলাম, তিনি বললেনঃ কোত্থকে আসলে? আমি বললামঃ তুর পাহাড় থেকে, তিনি বললেনঃ যদি আমি সেখানে যাবার আগে তোমার সাক্ষাত পেতাম তাহলে তুমি সেখানে যেতে না, আমি বললামঃ কেন? তিনি বললেনঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছিঃ

"لا تُعْمَلُ المطيُّ إلا إلى ثَلاَثَةِ مَسَاجِدَ : اَلْمَسْجِدُ الْحَرَام، ومسجديْ، ومسجد بيت المقدس".

তিন মসজিদ ব্যতীত (ইবাদাত বা সওয়াবের আশায়) অন্য কোন স্থানের দিকে সফরের জন্য বাহন বাঁধা যাবেনাঃ মাসজিদুল হারাম, আমার মসজিদ, আর বায়তুল মোকাদ্দাসের মসজিদএ হাদীসটি বিশুদ্ধ, এ হাদীস দ্বারা সাহাবী বাস্রা ইবনে আবি বাস্রা রাদিয়াল্লাহু আনহু এ তিন মসজিদ ব্যতীত অপর কোন স্থান চাই তা মসজিদ হোক বা অন্য কোন জায়গা হোক সবখানের জন্যই সফর নিষিদ্ধ হওয়ার পক্ষে দলীল নিয়েছেন

আর যে ব্যক্তি এ মুবারক মদীনাতে পৌঁছবে তার জন্য মদীনার দুটি মসজিদ এবং তিনটি কবরস্থান যিয়ারত করার বিধান রয়েছে

দুটি মসজিদ হলোঃ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদ

কুবা মসজিদ

এ দুটি মসজিদে নামায পড়ার ফযীলতের উপর প্রমাণবহ বেশ কিছু দলীল-প্রমাণাদি পূর্বেই বর্ণিত হয়েছে

আর তিনটি কবরস্থান হলোঃ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর এবং তার দুই সাহাবী আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমার কবর

বাকীকবরস্থানের কবরসমুহ

উহুদের শহীদদের কবরস্থান

যিয়ারতকারী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর এবং তার দুসাহাবী রাদিয়াল্লাহু আনহুমার কবরের কাছে আসবে তখন সে তার সামনের দিক থেকে আসবে তারপর কবরের দিকে মুখ করে দাঁড়াবে অতঃপর শরীয়ত সমর্থিত যিয়ারত করবে, বিদআত তথা শরীয়ত অসমর্থিত যিয়ারত থেকে বেঁচে থাকবে

শরীয়ত সমর্থিত যিয়ারত হলোঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম দিবে, এবং অত্যন্ত আদব ও নিচু স্বরের সাথে তার জন্য দোআ করে বলবেঃ

"اَلسَّلامُ عَلَيْكَ يَا رَسُوْلُ اللهِ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، صَلَّى اللهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ أَفْضَلَ مَا جَزَى اللهُ نَبِيًّا عَنْ أُمَّتِهِ".

আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাল্লাল্লাহু ওসাল্লামা ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকা আফদালা মা জাযাল্লাহু নাবিয়্যান আন উম্মাতিহি

(অর্থা, হে আল্লাহর রাসূল আপনার উপর সালাম, আল্লাহর রাহমাত ও তাঁর বারাকাত, আল্লাহ আপনার উপর সালাত, সালাম ও বারাকাত প্রদান করুন, আর আল্লাহ কোন নবীর প্রতি তার উম্মতের পক্ষ থেকে যত প্রতিদান তথা সওয়াব পৌছায় , আপনার প্রতি তারচেয়েও উকৃষ্ট প্রতিদান ও সওয়াব প্রদান করুন)

এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর সালাম দিবে এবং তার জন্য দোআ করবে, তারপর উমার রাদিয়াল্লাহু আনহুর উপর সালাম দিবে এবং তার জন্য দোআ করবে

জানা দরকার যে, এ দুজন মহান ব্যক্তিত্ব, সঠিক পথের দিশাদানকারী খলিফাদ্বয় আল্লাহর পক্ষ থেকে এমন সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছেন যে, তাদের মত আর কারও অর্জিত হয়নিতম্মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু; আল্লাহ তাআলা যখন তাঁর রাসূলকে হিদায়াত ও হক্ব নিয়ে পাঠালেন তখন পুরুষদের মধ্যে তিনিই প্রথম তার উপর ঈমান এনেছিলেন, নবুওত লাভের পরে মক্কা জীবনের তের বছর তিনি তার সাথে ছায়ার মত ছিলেন, যখন আল্লাহ তাঁর রাসূলকে মদীনায় হিজরত করার নির্দেশ দিলেন তখন তিনিই সফরসঙ্গী হিসাবে তার সাথে ছিলেন, আর এ ব্যাপারে আল্লাহ তাআলাও কুরআনের আয়াত অবতীর্ণ করলেন, যার তিলাওয়াত করা হয়, তা হলো আল্লাহ তাআলার বাণীঃ

﴿إِلاّ تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ﴾ (التوبة:৪০).

(“যদি তোমরা তাকে (রাসূলকে) সাহায্য না কর, তবে মনে রেখো, আল্লাহ তার সাহায্য করেছিলেন, যখন তাকে কাফেররা বহিস্কার করেছিল, তিনি ছিলেন দুজনের একজন, যখন তারা গুহার মধ্যে ছিলেনতখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণœ হয়ো না, আল্লাহ আমাদের সাথে রয়েছেনঅতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাযিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন, যা তোমরা দেখনিবস্তুতঃ আল্লাহ কাফেরদের কথা নীচু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।) (সূরা আত্ তাওবাহঃ৪০)

অনুরূপভাবে মদীনাতেও তিনি তার সাথে দশটি বছর কাটিয়েছেন, তার সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু হলো তিনি তার পরে খিলাফতের গুরুদায়িত্ব বহণ করলেন এবং যথাযথভাবে তা আঞ্জাম দিলেন, আবার যখন আল্লাহ তাকে মৃত্যু দিলেন তারপরও তাকে আল্লাহ তাঁর রাসূলের পাশে দাফন করিয়ে সম্মানিত করলেন, পুনরায় যখন পুনরূত্থিত হবেন তার সাথে জান্নাতে থাকবেন, এটা মূলতঃ এমন এক সম্মান যা আল্লাহ যাকে ইচ্ছা দান করেন, বস্তুতঃ আল্লাহ মহান সম্মানের অধিকারী

অন্যদিকে উমার রাদিয়াল্লাহু আনহু, তারপূর্বে চল্লিশ জনের মত লোক ইসলাম গ্রহণ করেছিল, তিনি ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের উপর ছিলেন কঠোর, তারপর যখন আল্লাহ তাকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিলেন তখন থেকে তার যাবতীয় শক্তি ও কঠোরতা কাফেরদের বিরুদ্ধে প্রয়োগ করলেন, তার ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য সম্মান বয়ে এনেছিল, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ যা ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেনঃউমারের ইসলাম গ্রহণের পর থেকে আমরা সর্বদা সম্মানিত ছিলাম

তিনি মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সার্বক্ষণিক সাথী ছিলেন এবং তার হিজরতের সাথে সাথে মদীনায় হিজরত করেছিলেন, রাসূলের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রাসূলের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলীফা নির্বাচিত হলেন তখন তিনি তার ডান হাত স্বরূপ ছিলেনতারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা নির্বাচিত হলেন, এবং দশ বছরের বেশী সময় পর্যন্ত খালীফা হিসাবে ছিলেন, সে সময়ে অনেক বিজয় সংঘটিত হয়েছিল, ইসলামী রাষ্ট্রের সীমারেখা অনেকদুর বিস্তৃত হয়েছিল, এমনকি বিশাল রোম ও পারস্য সম্রাজ্যদ্বয়ের পতন ঘটেছিলআর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যদ্বাণীর সত্যায়নে রোম সম্রাট সীজার ও পারস্য সম্রাট খসরুর যাবতীয় পুঞ্জিভূত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়া হয়েছিল, মুলতঃ তা বাস্তবায়িত হয়েছিল উমর রাদিয়াল্লাহু আনহুর হাতেইযখন তিনি মারা গেলেন তখন আল্লাহ তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পার্শ্বে দাফন করে সম্মানিত করলেনপুনরায় যখন উত্থিত হবেন তখন তার সাথেই জান্নাতে থাকবেন, আর এটা এমন শ্রেষ্টত্ব যা আল্লাহ যাকে ইচ্ছা প্রদান করে থাকেন, আর আল্লাহ মহান শ্রেষ্টত্বের অধিকারী

এধরণের দুজন ব্যক্তিত্ব, যাদের এত উচ্চ মর্যাদা ও এত ফযীলত তাদেরকে হিংসাকারী কি করে হিংসা করতে পারে, কি করে তাদেরকে নিন্দাকারী নিন্দা করতে পারে? আমরা আল্লাহর কাছে অপমাণিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি

﴿ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالأِيمَانِ وَلا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلاً لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَحِيمٌ﴾ (الحشر:১০)

হে আমাদের পালণকর্তা, আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না, হে আমাদের পালণকর্তা, আপনি দয়ালূ পরম করুণাময়। (সূরা আল হাশরঃ ১০)

﴿رَبَّنَا لا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ﴾(آل عمران:৮)

হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লংঘনে প্রবৃত্ত করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে রহমত দাওতুমিই সব কিছুর দাতা। (সূরা আলে-ইমরানঃ ৮)

আল্লাহ তাআলার বাণীঃ

﴿إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلاً كَرِيماً﴾ (النساء:৩১).

যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সে সব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পার, তবে তোমাদের ত্রটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব। (সূরা আন-নিসাঃ ৩১)

এ আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসীর (রাহমাতুল্লাহি আলাইহি) ইবনে আবী হাতিম (রাহমাতুল্লাহি আলাইহি) পর্যন্ত সনদ সহ মুগীরা ইবনে মিকসাম (রাহমাতুল্লাহি আলাইহি) থেকে বর্ণনা করেন তিনি বলেছেনঃ (তখনকার যুগে) বলা হতো যে, আবুবকর ও উমার রাদিয়াল্লাহু আনহুমাকে গালি দেয়া কবীরা গুনাহ্র অন্তর্ভূক্ততারপর ইবনে কাসীর (রাহমাতুল্লাহি আলাইহি) বলেনঃ আমি বলবঃ আলেমদের একটি দল; সাহাবাদেরকে যারা গালি দেবে তাদেরকে কাফের হবার ব্যাপারে মত ব্যক্ত করেছেন, এটা ইমাম মালেক (রাহমাতুল্লাহি আলাইহি) এরও একটি মতইমাম মুহাম্মাদ ইবনে সীরীন বলেনঃ আমার বিশ্বাস হয় না কেউ আবুবকর ও উমারের সাথে বিদ্বেষ রাখবে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসেইমাম তিরমিযী তা বর্ণনা করেছেন

বিদআতী যিয়ারত

ঐ যিয়ারতকে বিদআতী যিয়ারত বলেঃ যেগুলোতে নিম্নলিখিত কোন কিছু সংশ্লিষ্ট থাকবেঃ

একঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ডাকা ও তার দ্বারা বিপদ থেকে উদ্ধার হতে চাওয়া, তার কাছে প্রয়োজন পূরণ ও মুসীবত থেকে মুক্তি প্রার্থনা করা, আরও এ জাতীয় কাজ যে গুলি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যায় না; কেননা কোন কিছু চাওয়া বা প্রার্থনা করা ইবাদাত, আর ইবাদাত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে হয় নারাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

"اَلدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ"

দোআই হলো ইবাদাতএটা একটি বিশুদ্ধ হাদীস যা ইমাম আবু দাউদ, তিরমিযী ও অপরাপর ইমামগণ বর্ণনা করেছেন, আর ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ হাদীস বলেছেন

ইবাদাত আল্লাহর অধিকার, আল্লাহর অধিকারের সামান্যতম অংশও আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জায়েয নেই; কেননা এটা আল্লাহর সাথে শির্কের অন্তর্ভূক্তআল্লাহ তাআলার কাছেই আশা করা যায় এবং তাঁকেই আহ্বান করা যায়রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য দোআ করা হবে, কিন্তু তাকে আহ্বান বা ডাকা যাবেনাঅনুরূপভাবে তিনি ব্যতীত অন্যান্য কবরবাসীদের জন্যও দোআ করা যায়, কিন্তু তাদেরকে আহ্বান করা যায় নাএটা জানা কথা যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কবরে জীবিত, যা কবরের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ, শহীদদের জীবনের চাইতেও তার এ জীবন পরিপূর্ণ জীবনের ধরণ কি তা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে নাএ জীবন মৃত্যুর পূর্বের দুনিয়ার জীবন ও পুনরূত্থান ও হাশর-নশরের পরের জীবন থেকে ভিন্ন ধরণের ও ভিন্ন প্রকৃতিরসুতরাং রাসূলকে আহ্বান করা ও বিপদাপদে তার কাছে উদ্ধার কামনা করা জায়েয হবে না; কেননা সেটা ইবাদাত, আর ইবাদাত একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হয়ে থাকে যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে

দুইঃ নামাযে দাঁড়ানোর মত করে দুহাতকে বুকের উপর রেখে যিয়ারত করা, কেননা এটা জায়েয নেই; কারণ এভাবে দাড়ানো খুব বেশী বিনয় ও নম্রতার পরিচায়ক, যা আল্লাহর জন্য নির্দিষ্টনামাযে এ ধরণের কাকুতি-মিনতি করার অবস্থা শরীয়ত অনুমোদন করেছে কারণ মুসলিম তার নামাযে দাঁড়ানো অবস্থায় আল্লাহর সাথে কথোপকথন করেআল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ তার জীবদ্দশায় যখন তার কাছে আসতেন তাকে সালাম জানানোর সময়ে কেউ তাদের হাতকে বুকের উপর রাখতেন না, যদি এ কাজটি ভাল হতো তবে অবশ্যই সাহাবাগণ এ ব্যাপারে অগ্রণী হতেন

তিনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের আশে-পাশের দেয়াল, জানালা মসেহ বা স্পর্শ করা, অনুরূপভাবে মসজিদ বা অন্যকিছুকে স্পর্শ বা মসেহ করা; কেননা এটা জায়েয নেই; কারণ এ রকম কাজ সুন্নাত সমর্থিত নয়আর তা সালফে সালেহীনের কর্মকান্ডের মধ্যেও ছিল নাবরং তা শির্কের কারণ হয়ে থাকেতাদের মধ্যে যারা এ ধরণের কাজ করে তারা বলেঃ আমি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালবাসায় করে থাকি!! আমরা তাকে বলব যে, রাসূলের মহব্বত বা ভালবাসা প্রত্যেক মুসলিমের অন্তরে তার পিতামাতা, সন্তান-সন্ততি এমনকি সমস্ত মানুষ থেকে অধিক হওয়া অপরিহার্য, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"لا يُؤْمِنُ أَحَدُكُمْ حتَّى أَكُوْنَ أَحَبَّ إليهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ والنَّاسِ أَجْمَعِيْنَ".

তোমাদের মধ্যে কেউ ঐ সময় পর্যন্ত (পূর্ণ) ঈমানদার হতে পারবেনা যে পর্যন্ত আমাকে তার পিতামাতা, সন্তান-সন্ততি, এবং সমস্ত মানুষ থেকে বেশী ভাল না বাসবেএ হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন

বরং রাসূলকে নিজের আত্মার চেয়েও বেশী ভালবাসা ওয়াজিবযেমনটি সহীহ বুখারীতে উমার রাদিয়াল্লাহু আনহুর হাদীস দ্বারা প্রমাণিত হয়েছেআর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এ জন্যই নিজ আত্মা, পিতামাতা, সন্তান-সন্ততির চেয়ে বেশী ভালবাসতে হয় কারণ আল্লাহ তাআলা রাসূলের হাতের মাধ্যমে যে নেআমত মুসলমানদের জন্য পাঠিয়েছেন সে নেআমত সবচেয়ে মূল্যবান নেআমত, সবচেয়ে বড় নেআমত, যে নেআমতের সাথে আর কোন নেআমতের তুলনা চলে না, সমপর্যায়ের কোন নেআমতও হতে পারে না, আর সে নেআমত হলোঃ ইসলামের নেআমত, সরল-সঠিক পথের দিশাদানের নেআমত, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবার নেআমত

কিন্তু দেয়াল, জানালা মসেহ করা এ ভালবাসার নিদর্শন নয়, বরং এ ভালবাসার নিদর্শন হলোঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে অনুসরণ করা, তার সুন্নতের উপর আমল করাকেননা দ্বীন ইসলামের ভিত্তি হলো দুটি বস্তুর উপরঃ

একঃ আল্লাহ ছাড়া আর কারো ইবাদাত করা যাবে না

দুইঃ আল্লাহর ইবাদত করতে হবে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন তা অনুযায়ী, আর এটাই আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই, এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূলএ সাক্ষ্য দানের দাবী

কুরআনুল কারীমে একটি আয়াত আছে যাকে উলামায়ে কিরামগণ পরীক্ষার আয়াত বলে নামকরণ করেছেন, আর তাহলো, আল্লাহ তাআলার বাণীঃ

﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ﴾ (آل عمران:৩১).

(‘বলুনঃ যদি তোমরা আল্লাহকে সত্যিকারে ভালবেসে থাক তবে আমার অনুসরণ কর, পরিণামে আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের গুণাহসমূহ ক্ষমা করে দেবেন, বস্তুত আল্লাহ ক্ষমাশীল, দয়ালু’)। (সূরা আলে ইমরানঃ ৩১)

হাসান বসরী ও সালফে সালেহীনের অন্যান্য আলেমগণ বলতেনঃ কোন কোন ¤প্রদায় মনে করত তারা আল্লাহকে ভালবাসে, তাই আল্লাহ তাদেরকে এ আয়াত দ্বারা ইবতেলাবা পরীক্ষায় ফেললেন

এখানে তারা ইবতেলাশব্দটি ব্যবহার করেছেন, যার অর্থঃ পরীক্ষা করা, যাঁচাই বাছাই করা; যাতে করে তাদের মধ্যে কে তার দাবীতে সত্য আর কে মিথ্যা তা স্পষ্ট হয়ে যায়; কেননা যে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ভালবাসে বলে দাবী করে সে অবশ্যই তার এ দাবীর স্বপক্ষে দলীল পেশ করতে হবে, আর এ দলীল হলোঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করা

আল্লামা ইবনে কাসীর (রাহমাতুল্লাহি আলাইহি) এ আয়াতের তাফসীরে বলেনঃ এ সম্মানিত আয়াতখানি প্রত্যেক আল্লাহর মহব্বতের দাবীদার অথচ মুহাম্মাদী তরীকা বা নিয়মনীতি অনুসারে চলেনা তাদের জন্য ফয়সালাকারী; কেননা যতক্ষন পর্যন্ত সে তার যাবতীয় কথা ও কাজে রাসূলের শরীয়ত ও নবীর দ্বীনের অনুসরণ করবেনা ততক্ষন পর্যন্ত সে এ দাবীতে মিথ্যাবাদীযেমনটি সহীহ হাদীসে সাব্যস্ত হয়েছে যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"مَنْ عَمِلَ عَمَلاً لَّيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدُّ"

যে কেউ এমন কোন কাজ করবে যার ভিত্তি আমার কোন কাজের উপর নয় তা অবশ্যই অগ্রহণযোগ্য বা বর্জিত হবেআর এজন্যই বলেছেনঃ

﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ ﴾ (آل عمران:৩১).

যদি তোমরা আল্লাহকে ভালবেসে থাক তবে আমার অনুসরণ কর, ফলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন। (সূরা আলে-ইমরানঃ৩১)অর্থা, তোমরা যে আল্লাহর মহব্বতের দাবী করছ তাতে তোমাদের যে চাহিদা তোমরা তার থেকেও বেশী পাবে, আর তাহলোঃ তিনি তোমাদের ভালবাসবেন’, এটা মুলতঃ প্রথমটার চেয়ে অনেক বড়যেমনটি কোন কোন বিজ্ঞ আলেম বলেছেন যে, ‘তুমি তাকে ভালবাস এটা কোন বড় ব্যাপার নয়, বরং বড় ব্যাপার হলোঃ তোমাকে ভালবাসা হবেতারপর ইবনে কাসীর (রাহমাতুল্লাহি আলাইহি) উপরে উল্লিখিত হাসান বাসরী (রাহমাতুল্লাহি আলাইহি) ও অন্যান্য সালফে সালেহীনদের কথা উল্লেখ করেছেন

ইমাম নওয়াবী (রাহমাতুল্লাহি আলাইহি) তাঁর মাজমুশরহে মুহাজ্জাবনামীয় গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের দেয়াল চুমু খাওয়া এবং মাসেহ করার ব্যাপারে বলেনঃ অধিকাংশ সাধারণ মানুষের কর্মকান্ড ও বিরোধীতা দ্বারা যেন কেউ ধোকাগ্রস্থ না হয়; কেননা অনুসরণ ও আমল হবে শুধুমাত্র হাদীসের ও আলেমদের কথাবার্তার, সাধারণ মানুষ ও তাদের মত অন্যান্যগণ এবং মূর্খগণ যা আবিস্কার করছে সে দিকে দৃষ্টিপাত করা যাবে না

সহীহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"مَنْ أَحْدَثَ في دِيْنِنَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ"

যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মধ্যে এমন কোন নতুন পদ্ধতির উদ্ভব ঘটাবে যা এর মধ্যে নেই তা অগ্রহণযোগ্য হবেইমাম মুসলিমের অপর বর্ণনায় এসেছেঃ

"مَنْ عَمِلَ عَمَلاً لَّيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدُّ"

যে কেউ এমন কোন কাজ করবে যার ভিত্তি আমার কোন কাজের উপর নয় তা অবশ্যই অগ্রহণযোগ্য বা বর্জিত হবে

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"لا تَجْعَلُوا قَبْرِيْ عِيْداً، وَصَلُّوْا عَلَيَّ، فَإِنَّ صَلاتَكُمْ تَبْلُغُنِيْ حَيْثُمَا كُنْتُمْ".

তোমরা আমার কবরকে ঈদগাহ বানিও না, আমার উপর দরূদ পাঠ কর, নিশ্চয়ই তোমাদের দরূদ তোমরা যেখানেই থাকো না কেন আমার কাছে পৌঁছেইমাম আবুদাউদ হাদীসখানি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন

ফুদাইল ইবনে ইয়াদ (রাহমাতুল্লাহি আলাইহি) বলেন, যার অর্থঃহিদায়াতের পথ অনুসরণ কর, এ পথে বিচরণকারীদের সংখ্যা কম হলেও তোমার কোন ক্ষতি নেই, ভ্রষ্ট পথ সমূহের অনুসরণ করা হতে সাবধান, ধ্বংশশীল মানুষের আধিক্য দেখে যেন তুমি ধোকাগ্রস্থ না হও

যার অন্তরে এটা আসলো যে, হাত দিয়ে মাসেহ করার মধ্যে বরকত বেশী অর্জিত হবে, সেটা তার মুর্খতা ও অচেতনতা থেকেই উদ্ভূত; কেননা কেবলমাত্র শরীয়তের নির্দেশের মোতাবেক হলেই তাতে বরকত থাকবে, কিভাবে সঠিক পথের বিপরীত পথে অবস্থান করে অনুগ্রহ তালাশ করা যেতে পারে?! (ইমাম নওয়াবীর কথা এখানে শেষ হয়েছে)চারঃ যিয়ারতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের তাওয়াফ শুরু করে দেয়াও বিদআতি যিয়ারত; কেননা এটা হারাম; কারণ আল্লাহ তাআলা কাবা শরীফ ছাড়া অন্য কোন কিছুর তাওয়াফ বৈধ করেন নিআল্লাহ তাআলা বলেনঃ

﴿وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ﴾ -سورة الحج: ২৯

তারা যেন পুরাতন ঘর (কাবা ঘর)এর তাওয়াফ করেসুতরাং কাবা শরীফের চতুর্দিক ছাড়া অন্য কোন স্থানের তাওয়াফ করা যাবে নাআর এ জন্যই বলা হয়ঃপ্রত্যেক স্থানেই আল্লাহর অনেক নামাযী রয়েছে’ ‘আল্লাহর অনেক সাদ্কাকারী রয়েছে’ ‘আল্লাহর অনেক রোযাদার রয়েছে’ ‘আল্লাহর অনেক যিক্রকারী রয়েছেকিন্তু প্রত্যেক স্থানেই আল্লাহর অনেক ত্বাওয়াফকারী রয়েছে এটা বলা হয় না; কারণ ত্বাওয়াফ আল্লাহর পুরাতন ঘর বাইতুল্লাহর বৈশিষ্ট্যের একটি

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা (রাহমাতুল্লাহি আলাইহি) বলেনঃমুসলিমগণ এ ব্যাপারে একমত হয়েছে যে, বায়তুল মামুর ব্যতীত আর কোন কিছুর তাওয়াফ করা যাবে না, আর তাই বায়তুল মুকাদ্দাসের কুব্বাতুস সাখরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুজরা বা ঘর, আরাফাতের পাহাড়ের উপর অবস্থিত গম্বুজ এবং এ জাতীয় অন্যান্য বস্তুর ত্বাওয়াফ করা জায়েয নেই

পাঁচঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের কাছে স্বর উঁচু করাও বিদআতী যিয়ারতের অন্তর্ভূক্ত, কেননা এটা একটা গর্হিত (খারাপ) কাজ; কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় যখন তিনি তাদের মধ্যে ছিলেন তখনি মুমিনদেরকে রাসূলের সাথে ব্যবহারের আদব শিক্ষা দিয়েছিলেন এ বলেঃ

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لا تَشْعُرُونَ* إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ ﴾ (الحجرات:২-৩).

হে ঈমানদারগণ! তোমরা নবীর কন্ঠস্বরের উপর তোমাদের কন্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা একে অপরের সাথে যেভাবে উঁচু স্বরে কথা বল, তার সাথে সেরূপ উঁচুস্বরে কথা বলো নাএতে তোমাদের কর্ম বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা টেরও পাবে নানিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কন্ঠস্বর নীচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাক্ওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেনতাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। (সূরা আল হুজরাত: ২-৩)

আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবদ্দশায় যেমনিভাবে সম্মাণিত মৃত অবস্থায়ও তেমনি সম্মাণিত

ষষ্টঃ দুর থেকে চাই তা মসজিদের ভিতর থেকে হউক বা মসজিদের বাইর থেকে হউক কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে সালাম দেয়াও বিদআতী যিয়ারতের অন্তর্ভূক্তআমাদের শাইখ আব্দুল আজীজ ইবনে বায (রাহমাতুল্লাহি আলাইহি) তার মানসাকগ্রন্থে বলেনঃ এ রকম কাজ দ্বারা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ভাল ব্যবহার ও সুসম্পর্কের বদলে খারাপ ব্যবহার ও বেয়াদবী করার অধিক নিকটবর্তী

এখানে আরেকটা বিষয় বিশেষ গুরুত্বের সাথে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আর তা হলো, অনেকেই মদীনা আসার সময় তাদের কোন কোন পরিজন বা অন্যান্যরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সালাম পৌছানোর জন্য অসীয়ত করে, যেহেতু এ ধরনের কাজের উপর প্রমাণ হিসাবে পেশ করা যায় এ রকম কোন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি সেহেতু যার কাছে এ ধরনের অসীয়ত করা হয় সে যেন তাকে বলেঃ তুমি বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বেশী বেশী করে দরুদ ও সালাম পাঠ কর, ফেরেশ্তাগণ তোমার দুরূদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে দিবেনকারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"إِنَّ للهِ مَلاَئِكَةً سَيَّاحِيْنَ يُبَلِّغُوْنِيْ عَنْ أُمَّتِيْ السَّلامَ"

নিশ্চয়ই আল্লাহর কিছু বিচরণকারী ফেরেশ্তা রয়েছেন যারা আমার উম্মত থেকে আমার কাছে সালাম পৌঁছায়এটা একটি বিশুদ্ধ হাদীস, ইমাম নাসায়ী ও অন্যান্যরাও বর্ণনা করেছেন

অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ

"لا تَجْعَلُوا بُيُوْتََكُمْ قُبُوْراً، وَلا تَتَّخِذُوْا قَبْرِيْ عِيْداً، وَصَلُّوْا عَلَيَّ فَإِنَّ صَلاَتَكُمْ تَبْلُغُنِيْ حَيْثُ كُنْتُمْ"

তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিও না, আমার কবরকে ঈদগাহ বানিও না, আর আমার উপর দরূদ পড় কেননা তোমরা যেখানেই থাকনা কেন তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছেএটা একটি বিশুদ্ধ হাদীস যা ইমাম আবু দাউদ ও অন্যান্যরা বর্ণনা করেছেন

আর একটা বিষয়ও জানা দরকার যে, হজ্জ-উম্রার সাথে মদীনা যিয়ারতের কোন বাধ্যবাধকতা নেই, সুতরাং যে কেহ হজ্জ কিংবা উমরার উদ্দেশ্যে আসবে সে মদীনা না এসেও তার দেশে ফিরে যেতে পারবে, তদ্রুপ যদি কেহ মদীনা যিয়ারতের উদ্দেশ্যে আসে সেও হজ্জ-উমরা না করে তার দেশে ফিরে যেতে পারে, আবার একই সফরে হজ্জ-উমরা ও যিয়ারত সবগুলোই করতে পারে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর যিয়ারতের ব্যাপারে যে সমস্ত হাদীস বর্ণনা করা হয় যেমনঃ

"مَنْ حَجَّ وَلَمْ يَزُرْنِيْ فَقَدْ جَفَانِيْ"

যে হজ্জ করল অথচ আমার যিয়ারত করলো না সে আমার সাথে খারাপ ব্যবহার করল

অনুরূপ:

"مَنْ زَارَنِيْ بَعْدَ مَمَاتِيْ فَكَأَنَّمَا زَارَنِيْ في حَيَاتِيْ"

যে আমার মৃত্যূর পর আমার যিয়ারত করল সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে যিয়ারত করল

তদ্রুপ:

"مَنْ زَارَنِيْ وَزَارَ أَبِيْ إبْرَاهِيْمَ في عَامٍ واحدٍ ضَمَنْتُ لَهُ عَلَى اللهِ الْجَنَّةَ".

যে ব্যক্তি একই বছর আমার ও আমার বাবা ইব্রাহীমের যিয়ারত করল আমি তার জন্য জান্নাতের জামিনদার হলাম

আরো:

"مَنْ زَارَ قَبْرِيْ وَجَبَتْ لَهُ شَفَاعَتِيْ".

যে আমার কবর যিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে

এ হাদীসগুলো এবং এ জাতীয় যত হাদীস বর্ণনা করা হয়, এ গুলো দ্বারা দলীল নেয়া যায় না; কেননা এগুলো বানোয়াট বা অত্যন্ত দূর্বল, প্রখ্যাত মুহাদ্দিস দারেকুতনী, উক্বাইলী, বায়হাকী, ইবনে তাইমিয়্যা এবং ইবনে হাজার (রাহমাতুল্লাহি আলাইহিম)দের মত হাদীসের হাফেজগণ এ ব্যাপারে সাবধান করে গেছেনআর আল্লাহ তাআলার বাণীঃ

﴿ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّاباً رَحِيماً﴾ (النساء: ৬৪).

আর তারা যখন নিজেদের উপর অত্যাচার করেছিল তখন যদি তারা আপনার কাছে আসত অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তাহলে তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাকারী, মেহেরবানরূপে পেত। [সূরা আন-নিসাঃ৬৪]

যারা নিজের নাফসের উপর অত্যাচার করেছে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তাদের জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্য নিয়ে কবরের কাছে উপস্থিত হয় এ আয়াতে তাদের পক্ষে কোন দলীল-প্রমাণ নেই; কারণ এ আয়াতের পূর্বের ঘটনা মুনাফিকদের সাথে সংশ্লিষ্ট, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতে হলে তা হবে তার জীবদ্দশায়; কেননা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম তারা ক্ষমা প্রার্থনার জন্য কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে কবরের কাছে আসতেন নাআর এ জন্যই উমর রাদিয়াল্লাহু আনহু দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবর্তে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দোআর অসীলা দিয়েছিলেন এবং বলেছিলেনঃ হে আল্লাহ! আমরা যখন অনাবৃষ্টিতে পড়তাম তখন আপনার নবীর দ্বারা আপনার কাছে অসীলা বানাতাম তখন আপনি আমাদের বৃষ্টি দিতেন, এখন আমরা আপনার কাছে আপনার নবীর চাচার দোআর অসীলা দিচ্ছি, আপনি আমাদের বৃষ্টি দিনবর্ণনা কারী বলেনঃ তখন বৃষ্টি দেয়া হতোহাদীসটি ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন

যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পর তার অসীলা দেয়া বৈধ হতো তবে উমর রাদিয়াল্লাহু আনহু কক্ষনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাদ দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দোআর অসীলা দিতেন না

আর এ বিষয়ে আমরা আরেকটা দলীল পাই সহীহ বুখারীর কিতাবুল মারদাআয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা (মাথা ব্যথার কারণে) বললেনঃ হায়, আমার মাথা!!তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ

"ذَاكَ لَوْ كَانَ وَأَنَا حَيٌ فَأَسْتَغْفِر لكِ وأَدْعُوْ لكِ".

যদি তা-ই হয় (অর্থা, মৃত্যু) আমার জীবিত থাকা অবস্থায়, তবে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতাম, তোমার জন্য দোআ করতাম”, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেনঃ হায় আমার মৃত্যুর মত মুছিবত! আল্লাহর শপথ, আমার মনে হচ্ছে আপনি আমার মৃত্যু হওয়া পছন্দ করেন...

যদি মৃত্যুর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোআ ও ইস্তেগ্ফার করতে পারতেন তা হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে বা পরে হওয়ার মধ্যে কোন তারতম্য হতো না

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর যিয়ারতের ব্যাপারে সাধারণ কবর যিয়ারতের উপর যে সমস্ত হাদীস রয়েছে সেগুলোই প্রমাণ, তম্মধ্যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"زُوْرُوا الْقُبُوْرَ، فَإِنَّهَا تُذَكّرُكُمُ الآخِرَةَ"

তোমরা কবর যিয়ারত কর, কেননা তা তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবেইমাম মুসলিম তার সহীহ গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন

কিন্তু তার কবরের পাশে অধিক সময় ধরে দাঁড়িয়ে থাকা ও ঘন ঘন যিয়ারত করাও ঠিক নয়; কারণ এতে করে সীমালংঘন হয়ে যেতে পারেঅথচ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে উম্মাত থেকে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী করেছেন আর তা হলোঃ যে কোন স্থান থেকে তার কাছে ফেরেশ্তাগণ সালাম পৌঁছায়; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"إِنَّ للهِ مَلاَئِكَةً سَيَّاحِيْنَ يُبَلِّغُونِيْ عَنْ أُمَّتِيْ السَّلاَمَ"

নিশ্চয়ই আল্লাহর কিছু সফরকারী ফেরেশ্তা রয়েছেন যারা আমার উম্মতের কাছ থেকে আমার কাছে সালাম পৌঁছায়রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ

"لا تَجْعَلُوا بُيُوْتَكُم قُبُوْراً، وَلا تَتَّخِذُوا قَبْرِيْ عِيْداً، وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلاتَكُمْ تَبْلُغُنِيْ حَيْثُ كُنْتُمْ"

তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিও না, আমার কবরকে ঈদগাহ বানিও না, আর আমার উপর দরূদ পড় কেননা তোমরা যেখানেই থাকনা কেন তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে”; কেননা তিনি তার কবরকে ঈদগাহ বা মিলনক্ষেত্র বানাতে নিষেধ করার সাথে সাথে তার স্থলাভিষিক্ত কি হবে তার প্রতি দিক নির্দেশ করেছেন যে, “আর আমার উপর দরূদ পাঠ কর, কারণ তোমরা যেখানেই থাক তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে”, অর্থা, ফেরেশ্তাদের মাধ্যমে

আর বাকীগোরস্থান, উহুদের শহীদদের কবরসমুহ যিয়ারত করা মুস্তাহাব যদি তা শরীয়ত সম্মত পদ্ধতিতে হয়, কিন্তু যদি বিদআতী পদ্ধতিতে হয় তবে তা হারাম

শরীয়ত সমর্থিত যিয়ারতের উপকারিতা এবং বিদআতী পদ্ধতিতে যিয়ারতের অপকারিতা

শরীয়ত সমর্থিত যিয়ারত হলোঃ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত পদ্ধতি অনুসারে হবে, যাতে জীবিত যিয়ারতকারী ও মৃত যিয়ারতকৃত কবরবাসী উভয়ই লাভবান হতে পারে

শরীয়ত সমর্থিত পদ্ধতিতে যিয়ারত সম্পন্ন হলে যিয়ারতকারী সে যিয়ারতের মাধ্যমে তিনটি উপকার লাভ করেঃ

একঃ মৃত্যুকে স্মরণ করা; যার দ্বারা সে নেককাজের মাধ্যমে এর জন্য তৈরী হতে তপর হয়; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"زُوْرُوْا الْقُبُوْرَ؛ فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الآخِرَةَ".

তোমরা কবর যিয়ারত কর; কেননা তা তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবেহাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন

দুইঃ যিয়ারত কার্যটি সম্পাদন করা, আর এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতৃক প্রবর্তিত একটি সুন্নাত, যা করলে সওয়াবের অধিকারী হবে

তিনঃ মৃত মুসলিমদের প্রতি দোআর মাধ্যমে তাদের প্রতি দয়া করা, তাদের প্রতি এ দয়া প্রদর্শনের কারণে সওয়াবের অধিকারী হবে

আর মৃত যিয়ারতকৃত কবরবাসী, তারা শরীয়ত সমর্থিত কবর যিয়ারত দ্বারা তার জন্য কৃত দো, ও তার প্রতি দয়া দ্বারা লাভবান হয়; কেননা মৃতগণ জীবিতদের দোআ দ্বারা লাভবান হয়ে থাকে

কবর যিয়ারতকারীর জন্য মুস্তাহাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যে সমস্ত দোআ সাব্যস্ত হয়েছে সেগুলো দিয়ে দো করা, তম্মধ্যে আছেঃ বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে যখন তারা কবরস্থানে যেতেন তখন শিক্ষা দিতেন, সুতরাং তাদের মধ্যকার একজন বলতেনঃ

"اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلاَحِقُوْنَ، أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ"

আসসালামু আলাইকুম আহলাদদিয়ারে মিনাল মুমিনীনা ওয়াল মুসলিমীনা, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহেকুন, আসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ

হে এ গৃহসমূহে অবস্থানকারী মুমিন ও মুসলিম! তোমাদের উপর সালাম বর্ষিত হোক, আমরাও অচিরেই আল্লাহ চাহেত তোমাদের সাথে অবশ্য অবশ্য মিলিত হবো, আমি আমাদের জন্য ও তোমাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি হাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন

কবর যিয়ারত করা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে মুস্তাহাব, মহিলাদের কবর যিয়ারত নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছেঃ একদল অনুমতি দিয়েছে, অন্য দল নিষেধ করেছেসবচেয়ে বেশী প্রাধান্যপ্রাপ্ত মত হলো নিষিদ্ধ হওয়া; কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"لَعَنَ اللهُ زَوَّارَاتِ الْقُبُوْرَ"

যিয়ারতকারী মহিলাদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোকহাদীসটি ইমাম তিরমিযী ও অন্যান্যগণ বর্ণনা করেছেনতিরমিযী বলেনঃ হাদীসটি হাসান সহীহ

রাসূলের এ হাদীসে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হলোঃ زَوَّارَات ‘যাওওয়ারাতযার সবচেয়ে স্পষ্ট অর্থ হলোঃ এটা যিয়ারত এর সাথে সম্পর্কিত, অর্থা মহিলাদের দিকে যিয়ারতকে সম্পর্কযুক্ত করা হয়েছে, বা যিয়ারত ওয়ালী অর্থে ব্যবহার হবে যেমনিভাবে আল্লাহ তাআলার বাণীঃ

﴿وَمَا رَبُّكَ بِظَلاّمٍ لِلْعَبِيدِ﴾ -فصلت:৪৬

এ আয়াতে যাল্লামশব্দটি যদিও অতিরিক্ত বচনের জন্য ব্যবহার হয়ে থাকে কিন্তু এখানে এর অর্থ হবে, তোমার প্রভূ অত্যাচারী নয়অথবা তোমার প্রভূর দিকে অত্যাচারের সম্পর্ক নেইতদ্রুপ এখানেও যাওওয়ারাতশব্দটি যদিও অতিরিক্ত বচনের জন্য ব্যাবহার হয়ে থাকে কিন্তু এখানে যিয়ারত এর সম্পর্কিতা মহিলা, বা যিয়ারতকারিনী মহিলা এ অর্থ হবে, অধিকহারে যিয়ারতকারিনী এ অর্থ হবে না যেমনটি মহিলাদের জন্য যিয়ারত বৈধ বলে মত পোষণ কারী কোন কোন আলেম গ্রহণ করেছেন

এর আরেকটি কারণ এই যে, মহিলাগণ দূর্বল, কান্নাকাটি চিল্লাচিল্লি করা থেকে খুব কমই ধৈর্য্য ধারণ করতে পারে

অনুরূপভাবে মহিলাদের কবর যিয়ারত নিষেধ করাটা বেশী সাবধানতাপূর্ণ মত, কেননা মহিলা যদি কবর যিয়ারত ত্যাগ করে তবে সে শুধু একটা মুস্তাহাব কাজ ত্যাগ করল, কিন্তু যদি তার দ্বারা যিয়ারত হয় তখন সে লানতের সম্মুখীন হলো

অপরপক্ষে বিদআতী যিয়ারত হলোঃ ঐ যিয়ারত যা শরীয়ত গর্হিত, অনুমোদিত নয় সে পদ্ধতিতে করা হয়যেমন কেউ কবরবাসীকে ডাকার জন্য, তাদের দ্বারা বিপদ হতে উদ্ধার পাবার আশায়, তাদের কাছে প্রয়োজন পূরণ হওয়া চাওয়া এ জাতীয় উদ্দেশ্যে কবর যিয়ারতে বের হলো; তাহলে তার এ যিয়ারতের দ্বারা মৃত ব্যক্তি কোন প্রকার উপকৃত হবে না, জীবিত যিয়ারতকারী এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, জীবিত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে কারণ সে এমন কাজ করেছে যা বৈধ নয়, কেননা তা আল্লাহর সাথে শির্কআর মৃত ব্যক্তি এর দ্বারা কোন উপকৃত হতে পারেনি কারণ তার জন্য দোআ করা হয়নি, বরং আল্লাহ ছাড়া অন্যকে আহবান করা হয়েছে

আমাদের শাইখ আবদুল আযীয ইবনে বায (রাহমাতুল্লাহি আলাইহি) তারমানসাকগ্রন্থে বলেনঃ কবরের কাছে দোআ করার উদ্দেশ্যে বা কবরের কাছে এতেকাফ করার উদ্দেশ্যে অথবা কবরবাসীদের কাছে প্রয়োজন পূরনার্থে প্রার্থনার উদ্দেশ্যে অথবা কবরবাসীদের কাছে অসুস্থকে সুস্থতা দেয়ার জন্যে অথবা তাদের অসীলায় আল্লাহর কাছে প্রার্থনা করা অথবা তাদের মান-মর্যাদার দোহাই দিয়ে আল্লাহর কাছে চাওয়া আরও এ জাতীয় যত উদ্দেশ্যে যিয়ারত করা হয় সেগুলো বিদআতী নিন্দনীয় যিয়ারত, যা আল্লাহ কক্ষনো অনুমোদন করেননি, তেমনিভাবে তাঁর রাসূলও প্রবর্তন করেননি, সালফে সালেহীন রাদিয়াল্লাহু আনহুমও এ কাজটি করেননি বরং এটা খারাপ আজেবাজে কথার অন্তর্ভূক্ত, যার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, তিনি বলেছেনঃ

"زُوْرُوْا الْقُبُوْرَ وَلاَ تَقُوْلُوْا هُجْراً"

তোমরা কবর যিয়ারত কর, আজে বাজে খারাপ কথা বলো না

উপরে বর্ণিত বিষয়গুলো বিদআত হিসাবে একত্রে বুঝানো হলেও এগুলির মধ্যে বিভিন্ন পর্যায় রয়েছে, তম্মধ্যে কিছু আছে বিদআত তবে শির্ক নয়, যেমনঃ কবরের কাছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে মৃত ব্যক্তির হক্ব ও মান-মর্যাদার অসীলা দিয়ে কিছু চাওয়া ইত্যাদী, আবার এগুলোর মধ্যে কোন কোনটা বড় শির্কের অন্তর্ভূক্ত যেমনঃ মৃত ব্যক্তিকে ডাকা, তাদের সাহায্য চাওয়া ...ইত্যাদি

***

এতটুকুই আমি উল্লেখ করার ইচ্ছা পোষণ করেছিলাম, আমি মহান আল্লাহর কাছে দোআ করি তিনি যেন আমাদেরকে, মদীনার অধিবাসীদেরকে, এর যিয়ারতকারীদের এবং সমস্ত মুসলিমকে এমন বস্তুর তাওফীক দেন যা দুনিয়া ও আখেরাতে পরিণতির দিক থেকে প্রশংসিত হয় এবং আমাদেরকে এ পবিত্র নগরীতে সুন্দরভাবে বসবাস করার ও ভালোভাবে এর আদবসমূহের প্রতি লক্ষ্য রাখা নসীব করেনআর আমাদের শেষ পরিণতি যেন সুন্দর করেন

আল্লাহ তাঁর বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর বংশধর, এবং তার সমস্ত সাথীদের উপর সালাত ও সালাম পাঠ করুন

শাইখ আব্দুল মুহসিন ইবনে হামাদ আল আব্বাদ আল বাদর

শিক্ষক মসজিদে নববী, ভূতপূর্ব প্রো-ভিসি, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়

মদীনা মুনাওয়ারা, সাউদী আরব