ইসলাম ধর্মের মুল ভিত্তি সমুহের মধ্যে হজ্জ একটি অন্যতম। আমরা সকলেই চাই আল্লার ঘর জিয়ারত করতে । সকলের অন্তর পবিত্র ঘর কাবার সাথে সংশ্লিষ্ট। প্রতিদিন নামাজের জন্য এ ঘরের দিকে মুখ করে সকলকে দাড়াতে হয় । সুতরাং যারা পবিত্র হজ্জ পালন করার ইচ্ছা পোষন করেন তারা সঠিকভাবে নিয়ম কানুন পালনের ক্ষেত্রে অনেক অসুবিধায় পড়েন। যারা হজ্জকে সহজভাবে জানার জন্য চেষ্টা করছেন। আল্লার ঘরের সেই মেহমানদের খেদমতে নিয়ম কানুন সম্বলিত সংগ্রহ আমরা পেশ করার চেষ্টা করেছি। এখানে ক্লিক করুন।
আপনার ধর্মীয় প্রয়োজনে আমাদের কে ই-মেল করতে পারেন belalibbl@gmail.com ।
আপনার ধর্মীয় প্রয়োজনে আমাদের কে ই-মেল করতে পারেন belalibbl@gmail.com ।